শ্রীনগর: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর গোটা দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে৷ আন্তর্জাতিক মহলে উঠেছে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গ৷ কিন্তু এই নিয়ে রাজনৈতিক জল্পনা সৃষ্টি হলেও ভূস্বর্গে নয়া নজির গড়লেন ৫৭৫ জন কাশ্মীরি যুবক৷ দেশের সেবায় এবার ভারতীয় সেনায় যোগ দিলেন ৫৭৫ কাশ্মারী যুবক৷
জানা গিয়েছে, উপত্যাকার ৫৭৫ জন কাশ্মীরি যুবক ইতিমধ্যেই ভারতীয় সেনা যোগদান করে ফেলেছেন৷ জম্মু ও কাশ্মীর লাইট ইনফান্ট্রি তাঁদের নিয়োগ করা হয়েছে৷ পাসিং আউট প্যারেডের পর এরা সবাই ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন বলে সেনার তরফে জানানো হয়েছে৷
ভারতীয় সেনায় যোগ দেওয়ার পর শ্রীনগরের বাসিন্দা ওয়াসিম আহমেদ জানিয়েছেন, তিনি সেনা যোগ দিয়ে গর্ববোধ করছেন৷ তাঁর বাবা মা ও ছেলের কৃতিত্বে গর্বিত৷ শারীরিক ও মানসিক দিক থেকে সেনার কাছ থেকে অনেক কিছু তিনি শিখেছেন বলেও জানিয়েছেন ওয়াসিম৷ মাকে জড়িয়ে ওয়াসিমের শপথ, দেশ রক্ষায় নিজের জীবন দিতে পিছু হটব না৷
ওয়াসিমের মত এরকম অনেক যুবক ভারতীয় সেনায় যোগ দিয়ে উচ্চসিত৷ যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীরের যুবকরা জানিয়েছেন, মাতৃভূমির সেবায় তাঁরা প্রস্তুত দায়িত্ব পালন করতে৷ এই কাজ কতে গিয়ে প্রাণ বলি দিতেও তারা রাজি৷ ভারতীয় সেনায় যুক্ত হতে পেরে তারা যে গর্বিত, সেটাও জানিয়ে দিয়েছেন কাশ্মীরি যুবকরা৷
সেনা তরফে দাবি করা হয়েছে, কাশ্মীরি যুবকদের ভারতীয় সেনায় যোগদানের ঘটনায় স্পষ্ট, উপত্যাকার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে৷ যাঁরা জীবনে এগিয়ে যেতে চান, ভারতীয় সেনাদের পাশে আছে৷