Aajbikel

ফের নিশানায় CRPF, ছত্তীসগঢ়ে মাওবাদী হানায় নিহত অন্তত তিন জওয়ান, আহত ১৪

 | 
মাওবাদী

রাইপুর: ছত্তীসগঢ়ে ফের মাওবাদী হামলা৷ মঙ্গলবার বিকেলে বস্তার ডিভিশনের বিজাপুর জেলার তেকালগুডুম গ্রামের সিআরপিএফ শিবিরের অদূরে হামলা চালায় নিষিদ্ধ সিপিআইএমএল(মাওবাদী) গেরিলা বাহিনী৷ অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে তিন জওয়ানের৷ গুরুতর আহত হয়েছে ১৪ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা৷

প্রসঙ্গত, সুকমা জেলার সীমানা লাগোয়া ওই এলাকা মাওবাদী উপদ্রুত বলেই পরিচিত৷ সোমবার সেখানে নতুন শিবিরটি স্থাপন করা হয়েছিল। সিআরপিএফের ‘কোবরা’ কমান্ডো বাহিনীর সদস্যেরা ছাড়াও ওই শিবিরে ছিলেন ছত্তীসগঢ় পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’ এবং ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর সদস্যেরা৷ 

Around The Web

Trending News

You May like