‘ড্রাই স্টেট’ গুজরাটে বিষ মদের বলি ২৮, আশঙ্কাজনক বহু

‘ড্রাই স্টেট’ গুজরাটে বিষ মদের বলি ২৮, আশঙ্কাজনক বহু

 আহমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড় গুজরাটে এবার প্রাণ কাড়ল বিষ মদ। বাংলার পর বিষ মদ কাণ্ডে এবার উত্তাল গুজরাট। জানা যাচ্ছে ইতিমধ্যেই গুজরাটে বিষাক্ত মদ প্রান কেড়েছে কমপক্ষে ২৮ জনের। হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৬০ জন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক বলে খবর। ফলে আগামীতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশ সূত্রে খবর, গুজরাটের বোটাড জেলায় ঘটেছে এই ঘটনা। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে এখনো পর্যন্ত এই জেলার ১৬ জন বাসিন্দার মৃত্যু হয়েছে বিষ মদ পান করে। অন্যদিকে আহমেদাবাদের পার্শ্ববর্তী জেলা ধুন্দুকা তালুকেও এখনো পর্যন্ত এই বিষ মদের জেরে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। তবে সরকারি সূত্রে সংখ্যাটি ২১ বলা হলেও স্থানীয় সূত্রে খবর এই বিষ মদের জেরে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এই বিষ মদের জেরে গুজরাতের ভাবনগর, বোটাড, বারওয়ালা ও ধুন্ধুকার জেলার বহু মানুষ অসুস্থ। তাদের সকলের চিকিৎসা চলছে ভাবনগর স্যার টি হাসপাতাল এবং আহমেদাবাদ সিভিল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর এই দুই হাসপাতালে কমপক্ষে ৬০ জন অসুস্থকে সোমবার সকাল থেকে এখনো পর্যন্ত ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, আমাদের দেশের মধ্যে গুজরাট রাজ্য ড্রাই স্ট্রেট হিসেবে পরিচিত। অর্থাৎ এই রাজ্যে প্রকাশ্যে মদ তৈরি এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ এবং প্রশাসনের নাকের ডগাতেই চলছিল বেআইনি মদের কারবার। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের ডিজিপি আশীষ ভাটিয়া জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করা হয়েছে। তবে এই রাজ্যে বিষ মদ কাণ্ড নতুন কিছু নয়। চলতি বছরেরই মার্চ মাসে এমন ঘটনা ঘটেছিল গুজরাটের রোজভিড গ্রামে। সেই সময় বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছিল ছয়জনের। তা ঠিক ২ মাসের মাথাতেই একই ঘটনার পুনরাবৃত্তি এবং এবারে প্রাণ গেল ২৮ জনের।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 2 =