৪ ঘণ্টায় ২৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা

৪ ঘণ্টায় ২৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা

পানাজি: একদিকে মারাত্মক আকারের সংক্রমণ অন্যদিকে অক্সিজেনের আকাল, সব মিলিয়ে দেশের করোনাভাইরাস পরিস্থিতি ব্যাপক সঙ্গীন। দিন প্রতি অনেক করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা যাচ্ছেন শুধুমাত্র অক্সিজেন না পেয়ে। দেশের একাধিক রাজ্যের হাল এমনটাই। এবার গোয়ায় মাত্র চার ঘণ্টার মধ্যে করোনাভাইরাস আক্রান্ত ২৬ জন রোগী মারা গেলেন! যদিও তারা ঠিক কী কারণে মারা গিয়েছেন সেটা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। 

গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এই ঘটনার কারণ জানার জন্য হাইকোর্টের তদন্তে চেয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে। তিনি জানাচ্ছেন, রাত ২ টো থেকে ভোর ৬ টার মধ্যে এতগুলো করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গিয়েছেন গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে তারা কী কারণে মারা গিয়েছেন। যদিও অনুমান করা হচ্ছে অক্সিজেনের আকালের কারণেই এই ঘটনা ঘটেছে কারণ ওই হাসপাতালে অক্সিজেন সরবরাহে ঘাটতি ছিল বলে জানা গিয়েছে। দেশের একাধিক রাজ্যে অক্সিজেনের ঘাটতির কারণে প্রতি ঘন্টায় মারা যাচ্ছেন করোনাভাইরাস আক্রান্ত রোগীরা। প্রত্যেক রাজ্যের অক্সিজেনের কালোবাজারির ঘটনা ঘটছে যা সাধারণ মানুষের আতঙ্ক আরো বাড়িয়েছে। তবে এইভাবে এত কম সময়ে এত জয় করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যুর স্বাভাবিকভাবে স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে।

প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন। আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। দেশের মোট অ্যাকটিভ কেস সামান্য কমে দাঁড়াল ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =