ভুবনেশ্বর: ওডিশার খুরদায় ভিড়ের মধ্যে বিজেপি’র সাসপেন্ডেড বিধায়কের গাড়ি৷ বিধায়কের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মহিলা সহ ২২ জন আহত৷ জখম হয়েছেন ৭ পুলিশ কর্মী৷ এই ঘটনার পরেই ওড়িশার চিলিকার বিধায়ক প্রশান্ত জগদেভের উপর পাল্টা হামলা চালায় উত্তেজিত জনতা৷ ব্যাপক ভাঙচুর চালানো হয় বিধায়কের গাড়িতে৷ পুলিশের সামনেই বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধর করা হয়৷ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জগদেভ৷ এদিকে, ক্ষিপ্ত জনতাকে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বাধে খণ্ডযুদ্ধ৷
জানা গিয়েছে, শনিবার ব্লক চেয়ারপার্সন নির্বাচন উপলক্ষে খুরদার বানাপুর ব্লক ডেভলপমেন্ট অফিসের বাইরে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক বিজেপি সমর্থক৷ ওই এলাকা দিয়েই যাচ্ছিল বিধায়কের গাড়ি৷ কিন্তু, সামনে জমায়েত দেখেও গাড়ি থামাননি বিধায়ক৷ বরং দ্রুত গতিতে জমায়েতের মধ্যেই ঢুকে পড়ে তাঁর গাড়ি৷ গাড়ির ধাক্কায় সাত পুলিশ কর্মী সহ জখম হন ২২ জন৷ পাল্টা মারধরে জখম হয়েছেন বিধায়ক প্রশান্ত জগদেবও। তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে এই দুর্ঘটনার কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন খুরদার পুলিশ সুপার আলেক চন্দ্র পধি৷
এক বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগে গত বছর অক্টোবর মাসে ওডিশায় ক্ষমতাসীন বিজু জনতা দলের বিধায়ক প্রশান্ত জগদেবকে বরখাস্ত করা হয়। খুরদা জেলা পরিকল্পনা কমিটির চেয়ারপার্সনের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। এদিনের ঘটনার পরেই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ হরিশচন্দ্র অবিলম্বে প্রশান্ত জগদবের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>