অ্যাম্বুলেন্সের ভেতরে গাদাগাদি করে ২২ করোনা রোগীর মৃতদেহ!

অ্যাম্বুলেন্সের ভেতরে গাদাগাদি করে ২২ করোনা রোগীর মৃতদেহ!

মুম্বই: করোনা ভাইরাসের সংক্রমণ দেশে ছড়িয়ে পড়ার প্রথম পর্যায় থেকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ মহারাষ্ট্রের। গত বছর থেকে শুরু করে এই বছর করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও নাজেহাল অবস্থা সেই রাজ্যের। এখন আবার অক্সিজেনের আকালের সমস্যায় ভুগছে মহারাষ্ট্র। ইতিমধ্যে একাধিক করোনা রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেন না পেয়ে। মৃত্যুর হার এত বেড়ে গিয়েছে যে মহারাষ্ট্র এবং দিল্লির শ্মশান ভর্তি হয়ে গিয়েছে। সেই মহারাষ্ট্রে এবার বেদনাদায়ক ছবি ধরা পড়ল। একটি অ্যাম্বুলেন্সের মধ্যে গাদাগাদি করে রাখা রয়েছে করোনা রোগীদের মৃতদেহ।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের বীড জেলার অম্বেজোগাইয়ের এক হাসপাতালে বাইরের অ্যাম্বুলেন্সের ছবি ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে ২২ টি করোনা রোগীর মৃতদেহ যাদের প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছে। এইভাবে কেন একটি অ্যাম্বুলেন্সের মধ্যে করোনা রোগীদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রেক্ষিতে জেলার জেলাশাসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। যদিও ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। আরো অ্যাম্বুলেন্সের জন্য দাবি জানানো হয়েছে। যদিও, কেউ মারা গেলে সেই ব্যক্তির দেহ স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাজ, পরবর্তী ক্ষেত্রে ওই মৃতদেহ নিয়ে তারা কী ব্যবস্থা নেবে সেটা দেখার কাজ তাদের নয়। 

যদিও এই ঘটনায় সরাসরি আঙুল উঠছে প্রশাসনের দিকেই। অভিযোগ করা হচ্ছে, মৃতের আত্মীয়রা যখন এই ঘটনার ছবি তুলতে যান তখন তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে মৃতদেহ সৎকার হবার পর সেগুলো ফেরৎ দিয়েছে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 1 =