নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ দেশে ছড়িয়ে পড়ার পর থেকে মৃত্যুর সংখ্যা যেন সময়ে সময়ে নতুন রেকর্ড গড়েছে। গত বছর মার্চ মাস থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষের মৃত্যু হয়েছে গোটা দেশজুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বেসরকারি সংস্থার কর্মী, কেউ বাদ যাননি কোভিডের কামড় থেকে। এই প্রেক্ষিতেই এক ধরনের তথ্য এবার সামনে উঠে এল। জানা গিয়েছে, গত এক বছরে প্রায় ২,০০০ জন কর্মী মারা গিয়েছেন রেলের। দিন প্রতি প্রায় ১,০০০ জনের বেশি আক্রান্ত হচ্ছেন করোনায়।
ভারতীয় রেল জানাচ্ছে, গত বছর মার্চ মাসের পর থেকে এখনো পর্যন্ত ১,৯৫২ জন রেলকর্মী মারা গিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণের জেরে। আরো বড় ভয়ের ব্যাপার, প্রত্যেক দিন কমপক্ষে ১,০০০ জন রেলকর্মী করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র দেশে নয়, বিশ্বের নিরিখেও ভারতীয় রেলওয়ে কর্মরত কর্মীর সংখ্যা অনেক বেশি, প্রায় ১৩ লক্ষ। কিন্তু করোনা ভাইরাসের দাপটে ভারতীয় রেলের ক্ষতির পরিমাণ বাড়ছে দিন দিন। রেল কর্মীদের জন্য আলাদা হাসপাতাল যেমন রয়েছে, কেমন রয়েছে আলাদা চিকিৎসা পরিষেবা। কিন্তু করোনাভাইরাস যে দাপটের সঙ্গে সংক্রমণের হার বৃদ্ধি করছে তাতে ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে রেল কর্মীদের একাংশ প্রায় করোনাভাইরাস আক্রান্ত সেই কারণে রেলের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া একাধিক রাজ্যে সংখ্যা কমিয়ে দেওয়ার পাশাপাশি আপাতত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অন্যতম বড় কারণ বেশিরভাগ রেলকর্মী করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন।
শেষ পাওয়া তথ্য বলছে, ইতিমধ্যে কমপক্ষে ১ লক্ষ রেলকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে আপাতত সুস্থ হয়েছেন ৬৫ হাজার জন। ১,৯৫২ জন মারা গিয়েছেন এবং বাকিরা এখনো চিকিৎসাধীন। দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে অক্সিজেনের আকাল মেটানোর জন্য ভারতীয় রেল ইতিমধ্যেই শুরু করেছে অক্সিজেন এক্সপ্রেস। বিভিন্ন রাজ্যে এই অক্সিজেন এক্সপ্রেস ব্যাপক সহায়তা করছে। কিন্তু দিনের শেষে রেল কর্মীদের চূড়ান্ত ক্ষতি আটকানো সম্ভব হচ্ছে না কিছুতেই।