সুখবর! প্রতিদিন চলবে ২০০টি বিশেষ ট্রেন, সূচি ঘোষণা ভারতীয় রেলের

সুখবর! প্রতিদিন চলবে ২০০টি বিশেষ ট্রেন, সূচি ঘোষণা ভারতীয় রেলের

3 stocks recomended

নয়াদিল্লি: করোনার জেরে ইতিমধ্যেই চতুর্থ দফায় লকডাউন ঘোষণা করা হয়েছে৷ বর্ধিত লকডাউনের জেরে ৩১ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করছিল রেল মন্ত্রক৷ কিন্তু, লকডাউন উঠে গেলে কীভাবে চলবে ট্রেন? সে বিষয়ে কোনও তথ্য দেওয়া না হলেও আগামী পয়লা জুন থেকে প্রতিদিন ২০০টি বিশেষ নন-এসি ট্রেন চালানো হবে বলে ঘোষণা করেছে রেল৷

জানা জানানো হয়েছে, ১ জুন থেকে দিনে ২০০ টি করে বিশেষ এসি নয়, এমন ট্রেন টালানো হবে৷ টুইটবার্তায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই বিশেষ ট্রেনে যাত্রা করতে গেলে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আইআরসিটিসির ওয়েবসাইটে টিকিট কাটা যাবে৷

প্রতিদিন  ২০০টি বিশেষ নন-এসি ট্রেন চালানোর পাশাপাশি শ্রমিক স্পেশাল ট্রেন চলবে৷ জানানো হয়েছে, ওই বিশেষ নন-এসি ট্রেনে দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে৷ শীঘ্রই শুরু হয়ে যাবে টিকিট বুকিং প্রক্রিয়া৷ মূলত ছোটো শহরগুলিতে এই বিশেষ ট্রেনগুলি চালানো হতে পারে৷ যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ট্রেনে উঠতে পারেননি, তাঁরা ওই ট্রেন  ব্যবহার করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =