উৎসবের মরশুমে আরও ২০০টি ট্রেন উপহার রেলমন্ত্রকের

উৎসবের মরশুমে আরও ২০০টি ট্রেন উপহার রেলমন্ত্রকের

 

নয়াদিল্লি: উৎসবের মরশুমে আপও ২০০টি যাত্রী স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক৷ ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ২০০টি স্পেশাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে৷ রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পর যাত্রীস্পেশাল ট্রেন চালুর কথা ঘোষণা করেছে মন্ত্রক৷ রেলমন্ত্রক সূত্রের খবর, উৎসবের মরশুমে বাংলার একাধিক রুটে এই পরিষেবা পাওয়া যাবে৷

রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, গত বছর উৎসবের আগে স্পেশাল ট্রেন চালানো বয়েছে৷ কিন্তু, এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ২০০টি ট্রেন চলাচলে অনুমতি দেওয়া হয়েছে৷ এখনও অতিরিক্ত প্রায় ২০০টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পরে বাড়তে পারে৷ তবে, সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷

লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন৷ কিছু কিছু দূরপাল্লার ট্রেন চলছে৷ স্বাভাবিক ট্রেন পরিষেবা কবে নাগাদ চালু হতে পারে, তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি রেলমন্ত্রকের আধিকারিকেরা৷ যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে মন্ত্রক৷ এই মুহূর্তে ৪০টি ক্লোন ট্রেন সমেত দেশের বিভিন্ন রুটে মোট ৩৫৬টি যাত্রীবাহী স্পেশাল চলছে৷ উৎসবের আগে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালু হলে তা প্রায় ৬০০-র কাছাকাছি যেতে পারে৷ ক্লোন ট্রেনে প্রায় ৬০% আসনে পরিষেবা মিলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =