পাটনা: কেন্দ্রীয় সরকার দেশের সেনাবাহিনীর নিয়োগের জন্য যে নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ এনেছে তার জন্য বিক্ষোভ দেখা যাচ্ছে গোটা ভারতে। একাধিক রাজ্য কার্যত জ্বলছে এই প্রকল্পের বিরোধিতায়। রাস্তায় অবরোধ, ভাঙচুর তো আছে, আশ্চর্য রকমভাবে বেশিরভাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে রেলের ওপর। এই প্রেক্ষিতেই চিন্তাজনক তথ্য সামনে এল। জানা গিয়েছে, যে বিক্ষোভ চলছে তাতে শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকা! সব মিলিয়ে জ্বলেছে ট্রেনের ৫০ টি কামরা, পাঁচটি ইঞ্জিন।
আরও পড়ুন- জীবনদায়ী ওষুধের পর দাম বাড়ছে রক্তেরও! চিন্তায় আমজনতা
বিহারের বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, মুঙ্গের সহ বিভিন্ন এলাকায় এখন উত্তপ্ত পরিবেশ। রেলের ক্ষতি ছাড়াও টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে চারিদিকে। শুধু বিহার নয়, বাংলা, উত্তরপ্রদেশেও ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। যদিও সবথেকে বেশি ক্ষতির পরিমাণ বিহার এবং উত্তরপ্রদেশেই। রেল স্টেশন চত্বর থেকে শুরু করে অফিস সবকিছুই ভাঙা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যে একদমই ভালো নয় তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গত ২৪ ঘন্টার মধ্যেই অগ্নিপথকে কেন্দ্র করে এই আন্দোলন বিহার ছাপিয়ে উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত হয়েছে। একের পর এক জায়গায় মাথাচাড়া দিয়েছে উত্তেজনা। বাস-গাড়ি ভাঙচুর থেকে ট্রেনে অগ্নিসংযোগ বাদ যায়নি কিছুই।
ইতিমধ্যেই জানা গিয়েছে, ‘অগ্নিপথ’ ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন দিল্লির এক আইনজীবী। তিনি দাবি তুলেছেন, এই প্রকল্পের সমস্ত খুঁটিনাটি জানতে একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি গঠন করা হোক। অগ্নিপথের জেরে যেভাবে দেশজুড়ে হিংসাত্মক আন্দোলনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে তা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হোক।