নাসিক জেলে মৃত্যু ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের অন্যতম অপরাধী ইউসুফ মেননের

নাসিক জেলে মৃত্যু ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের অন্যতম অপরাধী ইউসুফ মেননের

মুম্বই:  ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মাথা আন্ডারওয়ার্ল্ড ডন টাইগার মেননের ভাই ইউসুফ মেননের মৃত্যু হয়েছে৷ আজ মুম্বইয়ের নাসিক জেলে মৃত্যু হয় তার৷ মুম্বই বিস্ফোরণের অভিযুক্ত ইউসুফ মেনন যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ছিল৷ 

ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেন নাসিক পুলিশ কমিশনার বিশ্বাস নাংড়ে পাতিল৷ নাসিক জেলের সুপারিনটেনডেন্ট প্রমোদ ওয়াঘ জানান, শুক্রবার সকালে ইউসুফ মেমন হৃদরোগে আক্রান্ত হয়৷ সঙ্গে সঙ্গে তাকে নাসিক সিভিল হাসপাতালে ভর্তি করা হলেও সকাল ১১ টার নাগাদ মৃত্যু হয় তার৷  

মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্তদের মধ্যে মেমন পরিবারের অপর সদস্য ইয়াকুব মেননকে নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসি দেওয়া হয়েছিল ২০১৫ সালে৷ তবে কয়েক বছর আগে ইয়াকুবের ভাই সুলেমান মেমন প্রমাণের অভাবে জামিন পেয়ে যান৷ 

১৯৯৩ সালে ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী৷ পর পর ১২টি বিস্ফোরণ ঘটেছিল মুম্বইজুড়ে৷ মৃত্যু হয়েছিল কমপক্ষে ২৫০ জনের৷ আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি মানুষ৷ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে হাত মিলিয়ে এই বিস্ফোরণের ছক কষেছিল টাইগার মেনন৷ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে মদত দেওয়ার অভিযোগ ছিল ইউসুফের বিরুদ্ধে৷ নাশকতামূলক কাজের জন্য মুম্বইয়ের আল-হুসিনি আবাসনে তার ফ্ল্যাট এবং গ্যারেজ ব্যবহারের অনুমতি দিয়েছিল ইউসুফ৷ তাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছিল টাডা আদালত৷  এই বিস্ফোরণে ব্যবহৃত বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *