Aajbikel

টাকা চাওয়া, পরে খুনের হুমকি মুকেশ আম্বানিকে! গ্রেফতার ১৯ বছরের যুবক

 | 
মুকেশ

মুম্বই: ইমেল মারফত হুমকি দিয়ে প্রথমে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ৪০০ কোটি বলা হয়! অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তি জানায়, টাকা না দিলে খুন করা হবে মুকেশ আম্বানিকে। অবশেষে সেই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম গণেশ রমেশ ভানপার্ধি। সে থাকে তেলেঙ্গানায় এবং তার বয়স মাত্র ১৯।

পুলিশ সূত্রে খবর, শিল্পপতি মুকেশ আম্বানির কাছে যে ইমেল এসেছিল তাতে ধাপে ধাপে টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল। ২০ কোটির পর ২০০ কোটি চাওয়া হয়, তারপর শেষ ইমেল আসে ৪০০ কোটি চেয়ে। ইমেলগুলি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটির সাহায্যেই অভিযুক্তের সন্ধান মিলেছে। তবে পুলিশের অনুমান, এই হুমকির পিছনে শুধু এই যুবকের একার হাত নেই। তার সঙ্গে কোনও চক্র জড়িয়ে থাকতে পারে। সেই প্রেক্ষিতেই তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। 

আপাতত যা খবর, এই অভিযুক্ত যুবককে আগামী ৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তরুণের সঙ্গে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তা জানতে দফায় দফায় তাকে জেরা করা হচ্ছে। যদিও মুকেশ আম্বানির নিরাপত্তা বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  
 

Around The Web

Trending News

You May like