বাজেটের আগে বড় ধাক্কা, বাড়ল রান্নার গ্যাসের দাম

বাজেটের আগে বড় ধাক্কা, বাড়ল রান্নার গ্যাসের দাম

নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে মোদী সরকারের শেষ বাজেট আজ৷ অন্তর্বর্তী বাজেট নিয়ে আশায় বুক বেঁধেছে দেশের মধ্যবিত্ত সমাজ৷ কিন্তু, কেন্দ্রীয় বাজেট পেশের আগেই দাম বাড়ল বাড়ল রান্নার গ্যাসের৷ বৃবস্পতিবার, ১ ফেব্রুয়ারি ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে রান্নার গ্যাসের বর্ধিত দামের কথা ঘোষণা করা হল। তবে এর জন্য গৃহস্থের হেঁশেলে কোনও প্রভাব পড়বে না৷ বরং চাপ বাড়বে রেস্তোরাঁগুলির৷ কারণ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সিলিন্ডার পিছু ১৮ টাকা পর্যন্ত দাম বাড়ছে আজ থেকে।

কলকাতায় প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৮ টাকা। দিল্লিতে ১৪ টাকা, মুম্বইয়ে ১৫ টাকা এবং চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম৷ কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১,৮৮৭ টাকা। তবে ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও হেরফের ঘটেনি৷ তাতে স্বস্তি পেয়েছে মধ্য়বিত্ত। কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম এখন ৯২৯ টাকা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *