কানপুর: অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আয়কর দফতর। উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হল নগদ ১৫০ কোটি টাকা! একটি বাড়িতে এত কোটি টাকা নগদ রয়েছে দেখে আয়কর আধিকারিকদের চক্ষুচড়কগাছ। তারা নিজেরাই এটা বিশ্বাস করতে পারছেন না। তবে শুধু টাকা নয়, তার পাশাপাশি উদ্ধার করা হয়েছে টাকা গোনার কিছু মেশিনও।
বৃহস্পতিবার সকালে কানপুর, মুম্বই এবং গুজরাটে একযোগে অভিযান শুরু হয়। পীযূষ জৈন নামের এক পারফিউম ব্যবসায়ীর বাড়ি, কারখানা, অফিস, কোল্ড স্টোর এবং পেট্রোল পাম্পে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই ব্যক্তির বিরুদ্ধেই আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ আসছিল বহুদিন ধরে। অবশেষে তাঁর দফতর এবং বাড়িতে হানা দিয়ে বড় সাফল্য মিলল আয়কর দফতরের আধিকারিকদের। প্রথমে ওই আধিকারিকরা কানপুরে একটি কারখানাতে হানা দিয়েছিলেন। জানা গিয়েছে, ওই কারখানায় পান মশলা তৈরি হত। যদিও সেই কারখানার মালিকের নাম এখনও সামনে আনেননি তারা।
তবে এই পীযূষ জৈন নামের ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি বিভিন্ন কোম্পানিকে সামনে রেখে কর ফাঁকি দিয়ে আসছিলেন বহু দিন ধরে। বর্তমানে আনন্দপুরির বাসিন্দা পীযূষ জৈন মূলত কনৌজের ছিপট্টির বাসিন্দা। তিনি কনৌজে একটি বাড়ি, পারফিউম ফ্যাক্টরি, কোল্ড স্টোর, পেট্রোল পাম্পেরও মালিক। এদিকে মুম্বইতে আবার তার একটি বাড়ি, হেড অফিস এবং শোরুম রয়েছে। পাশাপাশি আয়কর দফতরের অনুমান, পীযূষ জৈনের প্রায় ৪০ টি কোম্পানি রয়েছে, যার মধ্যে দুটি মধ্যপ্রাচ্যে।