চেন্নাই: তামিলনাড়ুর জঙ্গল থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার করল বন দফতরের কর্মীরা৷ তামিলনাড়ুর কোয়াম্বাটুরের কাছে একটি গ্রাম থেকে উদ্ধার হয়েছে এই বিশালাকার সাপটি৷ পরে অবশ্য কিং কোবরাটিকে সিরুভানি জঙ্গলে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয় সেটিকে৷
এদিন কোয়াম্বাটুরের শহরতলি থোনডামুথুরের নরসীপুরম গ্রাম থেকে ধরা পড়ে কিং কোবরা সাপটি৷ এই গ্রামটি পশ্চিমঘাট পর্বতমালার ভেলিয়াঙ্গিরি পর্বতের পদদেশে অবস্থিত৷ পশ্চিমঘাট পর্বতমালাকে বলা হয় জীব বৈচিত্র্যের কেন্দ্র৷ পৃথিবীর অন্যতম বিষাক্ত ও দীর্ঘতম সাপ কিং কোবরার অন্যতম ঠিকানা এটি৷ যদিও কিং কোবরার বাসস্থান আজ ধ্বংসের মুখে৷ ২০১০ সাল থেকে ‘ক্ষতিগ্রস্ত’ হিসাবে ইউনিয়ন ফর কনজারভেটিভ অফ নেচার (আইইউসিএন)-এর লাল তালিকাভুক্ত হয়েছে৷ কিং কোবরা হ'ল বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ। এটি একটি বিপজ্জনক সাপ হিসাবে বিবেচিত হলেও এটি সাধারণত মানুষের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়েই চলে৷
বেশ কিছুদিন আগে কোয়াম্বাটুরের কাছেই অবস্থিত একটি গ্রামে বসত বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির অন্যতম রাসেল ভাইপার৷ ওই বাড়ির এক সদস্য শৌচালয়ের মধ্যে প্রথম সাপটিকে দেখতে পায়৷ তড়িঘড়ি এক সাপুড়েকে খবর দেন তিনি৷ তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন, ভয়ঙ্কর বিষধর সাপটি ডিম পাড়ছে৷ পড়ে সেটিকে ধরা হয়৷ একদিন আগে দিল্লির একটি বাড়িতে দেখা মিলেছিল দানব টিকটিকির৷ সেই ছবি পোস্ট করেছিলেন আইপিএস অফিসার এইচজিএস ধালিওয়াল৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরালও হয়ে যায় ছবিটি৷