কেন্দ্রের ঘোষণাই সার, দেশের ১৪ রাজ্যে শুরু হচ্ছে না ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ

কেন্দ্রের ঘোষণাই সার, দেশের ১৪ রাজ্যে শুরু হচ্ছে না ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে তৃতীয় পর্যায়ের করোনাভাইরাস টিকাকরণ শুরু হবে আজ থেকে, ১৮ বছরের উর্ধ্বেদের দেওয়া হবে করোনা টিকা। কিন্তু ঘোষণার পরেই সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই টিকাকরণ সম্ভব হবে না কারণ ইতিমধ্যেই দেশে একাধিক রাজ্যে পর্যাপ্ত টিকা নেই। অপর্যাপ্ত টিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই আক্রমণ করেছে বিরোধী দলগুলি। অবশেষে দেখা যাচ্ছে আজ থেকে সত্যিই টিকাকরণ সম্ভব হচ্ছে না দেশের একাধিক রাজ্যে। জানা গিয়েছে, ঘোষণা সত্ত্বেও দেশের ১৪ টি রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে না ১৮ বছর ঊর্ধ্বদের টিকাকরণ।

পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লিসহ ১৪ টি রাজ্যে আজ থেকে টিকাকরণ শুরু হচ্ছে না বলে জানা গিয়েছে। তবে গুজরাট এবং উত্তর প্রদেশের একাধিক জেলায় আজ থেকে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচি। উপরিউক্ত রাজ্য ছাড়াও টিকাকরণ না হওয়ার তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ু। তবে গুজরাটের ১০ টি এবং উত্তর প্রদেশের ৭ টি জেলায় শুরু হয়েছে এই টিকাকরণ কর্মসূচি। এছাড়াও টিকাকরণ চলছে বারাণসী, লখনউতে। পশ্চিমবঙ্গ সরকার আগেই ঘোষণা করেছিল যে যেহেতু ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা রয়েছে তাই আগামী ৫ মে‌ থেকে রাজ্যে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হবে। যদিও অপর্যাপ্ত ভ্যাকসিন হওয়ার কারণে গতকাল বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে ভ্যাকসিন না আসা পর্যন্ত টিকাকরণ সম্ভব নয়। একই ঘোষণা করেছিল অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকার। এখন জানা যাচ্ছে যে শুধুমাত্র বাংলা এবং দিল্লি নয়, ভ্যাকসিন নিয়ে সমস্যা দেশের একাধিক রাজ্যে। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১৬ হাজার বেশি। দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। আপাতত মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন। সবচেয়ে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৯৮ জন। এটিও সাম্প্রতিক সময়ে একটি রেকর্ড বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =