নয়াদিল্লি: ইডি-সিবিআই-এর মতো তদন্তকারী এজেন্সিতে হাতিয়ার করে বিরোধীদের হেনস্থা করছে কেন্দ্র৷ এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করল কংগ্রেস সহ ১৪টি বিরোধী দল৷ এই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসের নামও৷ আগামী ৫ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর৷
আরও পড়ুন- প্যান-আধার সংযোগ না করলেও হবে, কারা পাবেন ছাড়? জেনে নিন..
বিরোধী দলগুলির অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার সিবিআই এবং ইডির মতো সংস্থাকে বিরোধী দলগুলির বিরুদ্ধে হাতিয়ার করছে। মামলাকারী দলগুলির তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি একেবারে পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘‘৯৫ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে বিরোধী দলের নেতানেত্রীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আমরা চাই তদন্তকারী এই সংস্থাগুলি গ্রেফতারির আগে এবং গ্রেফতারির পরে যে নিয়মাবলী মেনে চলে, তা লিখিত আকারে প্রকাশ করা হোক।” দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলাটি নথিবদ্ধ করতে বসেলেন। যার অর্থ, সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনতে রাজি৷
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ১৪ দলের যৌথ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদানি ইস্যুতে সংসদের যৌথ তদন্ত কমিটি বা জেপিসির গঠনের দাবিতে গত এক মাস ধরে ১৮টি বিরোধী দল একত্রে দাবি জানিয়ে আসছে। সংসদের ভিতরে একজোট থাকার পাশাপাশি সংসদের বাইরে গান্ধী মূর্তির বাইরে, সাংবাদিক বৈঠকেও এক সঙিগে দেখা দিয়েছে ১৮ দলের নেতাদের। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও সেই ১৮ দলে তৃণমূল কংগ্রেস সামিল ছিল না। আদানি ইস্যুতে তারা এককভাবেই লড়াই চালাচ্ছে৷
তবে ইডি-সিবিআইয়ের অপব্যাবহারের বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে একযোগে সোচ্চার হয়েছে তৃণমূল৷ মামলাকারী দলগুলির মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ, জেডি(ইউ), বিআরএস, আরজেডি, এসপি, শিবসেনা (উদ্ধব), এনসি, এনসিপি, বাম এবং ডিএমকে। আপ সূত্রে খবর, এই বিষয়ে সবকটি বিরোধী দলকে একমঞ্চে নিয়ে আসতে উদ্যোগী হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাায় অবশ্য বারে বারেই এই অভিযোগ তুলেছেন৷ তাঁর দাবি, রাজনৈতিক ভাবে লাভের জন্য ইডি, সিবিআইকে ব্যবহার করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধী শুভেন্দু অধিকারীকে বিঁধে তিনি প্রশ্ন তুলেছিলেন, বিজেপি কি ডিটারজেন্ট পাউডার, নাকি ওয়াশিং মেশিন যে ওই দলে যোগ দিলেই ইডি, সিবিআইয়ের তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে?
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>