লখনউ: বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিষাদের সুর৷ অনুষ্ঠান চলার মাঝে আচমকাই কুয়োয় পড়ে মৃত্যু হল কমপক্ষে ১৩ জন মহিলার৷ উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার৷
আরও পড়ুন- কোভিড রোগীরা বাড়িতে চিকিৎসা করালে খরচ দেবে রাজ্য! কারা পাবেন সুবিধা
বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷ সেই সময় কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে একটি বাড়িতে চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির উঠোনে তখন আত্মীয়-স্বজন প্রতিবেশীদের ভিড়৷ উঠোনের মাঝে ছিল একটি পুরনো কুয়ো৷ ওই কুয়োটি কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল৷ স্ল্যাবের উপরে তখন কেউ বসে, কেউ আবার দাঁড়িয়েছিলেন৷ অতিরিক্ত চাপে ভেঙে পড়ে কুয়োর স্ল্যাব৷ হুড়মুড়িয়ে কুয়োর মধ্যে পড়ে যান কম করে ২৫ থেকে ৩০ জন মহিলা৷ মুহূর্তে শোরগোল পড়ে যায়৷ গ্রামবাসীরা ১৫ জন মহিলা ও শিশুকে উদ্ধার করে আনতে সক্ষম হলেও জলে ডুবে মৃত্যু হয় ১৩ জনের৷
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইট করে মোদী লিখেছেন, “উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷ স্থানীয় প্রশাসন সমস্ত প্রয়োজনীয় কাজ করছে।” এদিকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার হবে বলে জানিয়েছেন কুশিনগরের জেলাশাসক এস রাজালিঙ্গম৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>