মুম্বই: দেশের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে ইতিমধ্যেই সংক্রমণ এবং মৃত্যুর হার নিয়ে চিন্তিত প্রশাসন। এবার সেই মহারাষ্ট্রে ঘটে গেল আরো মর্মান্তিক ঘটনা। কোভিড হাসপাতালে ভয়ঙ্কর আগুন লেগে মৃত্যু হল ১৩ জন করোনা রোগীর! জানা গিয়েছে, যারা মারা গিয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন আইসিইউতে এবং সকলেই করোনাভাইরাস আক্রান্ত রোগী।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের বিরারের বিজয় পল্লব হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল রাত ৩ টে নাগাদ ওই হাসপাতালে আগুন লাগে বলে জানা যায়। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সঙ্গে সঙ্গে রোগী এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। সেই মুহূর্তে যারা আইসিইউতে ছিলেন প্রত্যেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। অগ্নিদগ্ধ অবস্থাতেই ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৯০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি ছিলেন ওই হাসপাতালে এবং আইসিইউতে ছিলেন ১৩ জন। বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
Maharashtra | 13 people have died in a fire that broke out at Vijay Vallabh COVID care hospital in Virar, early morning today pic.twitter.com/DoySNt4CSQ
— ANI (@ANI) April 23, 2021
ইতিমধ্যেই এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং যদি কারোর গাফিলতি থেকে থাকে তাহলে সে করার শাস্তি পাবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি আরো খারাপ হয়েছে আগের থেকে। একই সঙ্গে অক্সিজেনের আকাল থাকায় হাসপাতালের পরিস্থিতি আরও সঙ্গীন হয়েছে। এই আবহেই মর্মান্তিক এই ঘটনায় সকলকে আরো স্তম্ভিত করে দিয়েছে।