২৬/১১ মুম্বই হামলার ১২ বছর: ট্যুইটারে শ্রদ্ধাঞ্জলি মোদী, শাহ, গোয়েলের

হামলায় প্রাণ হারানো শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ।

নয়াদিল্লি: ১২ বছর পেরিয়ে গেছে, তবুও আজও ভারতবাসীকে শিহরিত করে ২৬/১১-এর ভয়াবহ মুম্বই হামলার স্মৃতি। ২০০৮ সালের সেই অভিশপ্ত রাতে ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ের বুকে পাক জঙ্গি সংগঠন জামাতের সেই বিধ্বংসী হামলার আজ ১২ বছর। হামলায় প্রাণ হারানো শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। ট্যুইটারে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, পীযুষ গোয়েল সহ দেশের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। 

২৬/১১-এর সেই হামলায় চলে যাওয়া ১৭০ প্রাণের প্রতি শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদী ট্যুইট করেন, “আজকের‌ তারিখটা দেশে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত। ২০০৮ সালে পাকিস্তান থেকে আসা কয়েকজন জঙ্গি মুম্বাইকে আক্রমণ করেছিল। এই হামলায় অনেক ভারতীয়দের পাশাপাশি প্রচুর বিদেশিও মারা যান। মুম্বাই হামলায় মৃতদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।”

ট্যুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। লিখেছেন, “২৬/১১ মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। এই হামলায় সন্ত্রাসবাদীদের দৃঢ়ভাবে দমন করার জন্য সুরক্ষা কর্মীদের কোটি কোটি প্রণাম। এই দেশ আপনাদের বলিদানের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবে।” এদিকে এই হামলার দায় নেওয়া পাক জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার আজ তাদের মৃত ১০ জঙ্গির স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা সভার আয়োজন করে পঞ্জাবের সাহিওয়ালে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =