নয়াদিল্লি: চলতি মাসেই শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ! আজ টুইট করে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি জানান, আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ শুরু হবে। এছাড়াও ষাটোর্ধ্বদের ক্ষেত্রে প্রিকশন ডোজের ক্ষেত্রে কোমর্বিডিটি যে বাধ্যবাধকতা ছিল, তাও প্রত্যাহার করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন- অস্বস্তি বাড়িয়ে বঙ্গ BJP-র বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক লকেটের, বাড়ছে জল্পনা
এদিন এই গোটা বিষয় নিয়েই টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। তিনি লিখেছেন, শিশুরা সুরক্ষিত থাকলে দেশও নিরাপদ থাকবে। আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, ১২, ১৩ ও ১৪ বছর বয়সীদেরকে আগামী ১৬ মার্চ থেকে করোনা টিকা দেওয়া হবে। এছাড়াও ষাটোর্ধ্ব ব্যক্তিরা সহজেই প্রিকশন ডোজ পাবেন। আমি প্রত্যেক শিশু ও ৬০ বছর বয়সীদের অনুরোধ করছি, দ্রুত করোনা টিকা নেওয়ার জন্য। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ১২ থেকে ১৪ বছর বয়সীদের বায়োলজিক্যাল-ই সংস্থার কোর্বেভ্যাক্স টিকা দেবে। ইতিমধ্যেই ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে টিকাকরণ চলছে দেশে। ইতিমধ্যেই প্রায় ২ কোটি টিকা দেওয়া হয়ে গিয়েছে। এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হল।
এদিকে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আগাম ৩০ কোটি ডোজ কোর্বেভ্যাক্স ভ্যাকসিনের বরাত দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাকে। খবর, এই ভ্যাকসিন কিনতে সরকারের খরচ পড়বে ১ হাজার ৫০০ কোটি টাকা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য। ভ্যাকসিনে একটা অ্যান্টিজেন রয়েছে। এই অ্যান্টিজেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের চিলড্রেন হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভলপমেন্ট এবং বেলর কলেজ অফ মেডিসিনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।