২০০ টাকায় ডাস্টবিন কিনে ১২ হাজারি বিল, মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

২০০ টাকায় ডাস্টবিন কিনে বিল ধরানো হচ্ছে ১২ হাজার টাকা। হয় দুর্নীতি ঠেকান, নয় লোকসভায় আরও বড় হারের জন্য তৈরি থাকুন। খোদ বিজেপি বিধায়ক চিঠি লিখে সতর্ক করলেন যোগীকে। উত্তরপ্রদেশের গুন্নরের বিধায়ক অজিত কুমার জেলা দুর্নীতিতে রেগেমেগে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই চিঠি লিখলেন। সেখানে তিনি বলেন, সম্বল জেলা প্রশাসনের অফিসারদের দুর্নীতি ঠেকান। একটা ডাস্টবিনের দাম ২০০

২০০ টাকায় ডাস্টবিন কিনে ১২ হাজারি বিল, মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

২০০ টাকায় ডাস্টবিন কিনে বিল ধরানো হচ্ছে ১২ হাজার টাকা। হয় দুর্নীতি ঠেকান, নয় লোকসভায় আরও বড় হারের জন্য তৈরি থাকুন। খোদ বিজেপি বিধায়ক চিঠি লিখে সতর্ক করলেন যোগীকে। উত্তরপ্রদেশের গুন্নরের বিধায়ক অজিত কুমার জেলা দুর্নীতিতে রেগেমেগে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই চিঠি লিখলেন।

সেখানে তিনি বলেন, সম্বল জেলা প্রশাসনের অফিসারদের দুর্নীতি ঠেকান। একটা ডাস্টবিনের দাম ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে বিল জমা দেওয়া হচ্ছে ১২ হাজার টাকা। এরকমটা চলতে থাকলে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে। লোকসভায় আরও ভয়ঙ্কর পরিণামের জন্য অপেক্ষা করতে হবে। অধিকাংশ অফিসারই দুর্নীতিগ্রস্ত। গ্রামে এখনও বিদ্যুৎ নেই। অথচ, ঘরে ঘরে বিদ্যুতের বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 2 =