নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। দিল্লির অবস্থা ভালো নয়। ব্যাপক পরিমাণে করোনায় আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। জানা গিয়েছে, দিল্লিতে একই হাসপাতালের শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লির বালাসাহেব কলেজের ১০৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই ঘটনা প্রকাশ পাওয়ার পরেই হাসপাতালকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের আশেপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।
দিল্লির স্বাস্থ্য দপ্তর থেকে আশঙ্কা করা হয়েছে, ওই হাসপাতালের করোনা আক্রান্তরে হাসপাতালে রাখার সময় সঠিক নিয়ম মানা হয়নি। সেই কারণে হাসপাতালের এই অবস্থা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে অনেকের শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে। সকলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে, ১০৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এখনও সকলের রিপোর্ট আসেনি বলেই জানা গিয়েছে। মূলত, হাসপাতালের নার্স, সাফাইকর্মী ও ওয়ার্ডবয়দের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে।
ভারতে করোনা সংক্রমনের হার ক্রমশই বাড়ছে। তার সঙ্গে দিল্লিতেও করোনা সংক্রমণের হার বাড়ছে। তবে এতদিন করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে ছিল। কিন্তু এখন চতুর্থ স্থানে দিল্লি সংক্রমনের দিক থেকে চলে এলেও পরিস্থিকি ব একটা ভালো নয় বলেই মনে করা হচ্ছে।