ভারতীয় রেলের ইতিহাসে বেনজির ঘটনা, চাকরি পেল ১০ মাসের শিশুকন্যা!

ভারতীয় রেলের ইতিহাসে বেনজির ঘটনা, চাকরি পেল ১০ মাসের শিশুকন্যা!

নয়াদিল্লি:  এখনও মুখে কথা ফোটেনি তার। শেখেনি গুটি গুটি পায়ে হাঁটা। বয়স যে মাত্র ১০ মাস তার৷ কিন্তু, এই বয়সেই চাকরি পেয়ে গিয়েছে একরত্তি! হ্যাঁ, ভারতীয় রেলের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা৷ 

আরও পড়ুন- এক সপ্তাহ পরে কিছুটা কমল সংক্রমণ, দৈনিক আক্রান্তে শীর্ষে বাংলা

যে বয়সে শিশু মাতৃক্রোড়ে বেড়ে ওঠে, সেই বয়সে চাকরি পেল এক শিশু৷ কিন্তু কী ভাবে? সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি দুর্ঘটনায় বাবা-মাকে দু’জনকেই হারিয়েছে ছত্তীসগঢ়ের ওই খুদে। তার বাবা ছিলেন রেলে কর্মরত৷ তাই বাবার মৃত্যুর পর তার চাকরি দেওয়া হল সন্তানকে। রেলের তরফে বলা হয়েছে, ১৮ বছর বয়স হলেই চাকরিতে যোগ দিতে পারবে শিশুটি। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। এর জন্য শিশুটির আঙুলের ছাপও নেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, গত ১ জুন পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই শিশুটির বাবা-মা। দুর্ঘটনার সময় সেও ছিল তার বাবা-মায়ের সঙ্গে৷ তবে বরাত জোড়ে প্রাণে বেঁচে যায় সে। শিশুটির বাবা রাজেন্দ্র কুমার ভিলাই ছিলেন রেলওয়ে ইয়ার্ডের কর্মী। এই ঘটনার পর গত ৪ জুলাই রেল কর্তৃপক্ষ শিশুটিকে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের কর্মিবর্গ দফতরে (পার্সোনেল ডিপার্টমেন্টে) চাকরি দেয়৷ রেলের এক আধিকারিক বলেন, ‘‘খুবই আবেগঘন সময়। বাচ্চাটির আঙুলের ছাপ নেওয়ার কাজটা আমাদের জন্য সহজ ছিল না।’’