আগুনে পুড়ে মৃত্যু ১০ সদ্যোজাত শিশুর! মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

কোনরকমে প্রাণে বেঁচেছে আরো ৭ সদ্যোজাত।

62df58c2886ee0d3430bbc5a0269500c

মুম্বই: শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মহারাষ্ট্রের এক হাসপাতালে। সেই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল ১০ সদ্যোজাত শিশুর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালে। ১০ শিশুর মৃত্যু হলেও কোনরকমে প্রাণে বেঁচেছে আরো ৭ সদ্যোজাত। এই মর্মস্পর্শী ঘটনায় ইতিমধ্যে শোক বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, গতকাল রাত ঠিক ২ টো নাগাদ মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালে একটি কেবিনে হঠাৎ আগুন ধরে যায়। জন্ম নেওয়ার পর শিশু অসুস্থ থাকলে যে বিভাগে রাখা হয়, সেই বিভাগেই আগুন লাগে বলে খবর। সঙ্গে সঙ্গেই পুড়ে মৃত্যু হয় ১০ সদ্যোজাত শিশুর। সেই কেবিনে ছিল ১৭ জন সদ্যোজাত। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দিশাহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে তাদের দায়বদ্ধতা নিয়েও। এই ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একইসঙ্গে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সকলেই। 

 

টুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মহারাষ্ট্রের ভান্ডারায় হৃদয়-বিদারক দুর্ঘটনা। আমরা অনেক কমবয়স্কদের হারিয়েছি। শোকতপ্ত পরিজনদের সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করছি।’ কিছুক্ষণ পর একটি টুইটবার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতিও। তিনি লেখেন, ‘মহারাষ্ট্রের ভান্ডারায় অগ্নিকাণ্ডে সদ্যোজাত শিশুদের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়-বিদারক দুর্ঘটনায় যাঁরা নিজেদের সন্তান হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি।’ এদিকে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে  এবং ভান্ডারা জেলা কালেক্টের ও এসপির সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *