Aajbikel

২টি এফআইআর, ১০টি নিগ্রহের ঘটনা! ব্রিজভূষণকে চাপে ফেললেন কুস্তিগিরা

 | 
brij

নয়াদিল্লি: বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে দেশের হয়ে পদক জেতা কুস্তিগিরদের আন্দোলন। কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তারা। কিন্তু সরকারের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ার দাবি উঠেছে। অন্যদিকে, গতকাল দিল্লি পুলিশও জানিয়েছিল যে, ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি, তাই তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা এবার 'প্রমাণ' দিলেন। দু’টি এফআইআর করে তাতে মোট ১০টি নিগ্রহের ঘটনার উল্লেখ করেছেন তারা। 

জানা গিয়েছে, এই এফআইআর অনেক আগেই করেছেন কুস্তিগিররা। দাবি করা হয়েছে, বাড়তি সুবিধা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের নিগ্রহ করেছেন ব্রিজভূষণ। মেয়েদের শরীর অস্বস্তিকর ভাবে ছুঁয়েছেন। স্তন থেকে শুরু করে মহিলা কুস্তিগিরদের পেটে যৌন হেনস্থার উদ্দেশে ছুঁয়েছেন বলেও উল্লেখ করা রয়েছে এফআইআরে। ছ’জন প্রাপ্তবয়স্ক কুস্তিগিরের কথা বলা আছে সেখানে এবং একজন অপ্রাপ্তবয়স্ক কুস্তিগিরের বাবা অভিযোগ করেছেন ব্রিজভূষণের বিরুদ্ধে। তাদের মধ্যে কেউ বলেছেন, ছবি তোলার নাম করে তাঁকে কাছে টেনে শরীরে অনৈতিকভাবে হাত দিয়েছেন তিনি, আবার কারোর বক্তব্য, নিশ্বাস-প্রশ্বাস দেখার নাম করে তাঁর শরীরে হাত দেন। 

ব্রিজভূষণের বিরুদ্ধে এমনও অভিযোগ এসেছে যে, জোর করে শারীরিক সম্পর্ক করতেও চেয়েছিলেন তিনি। আর যাতে তাঁর বিরুদ্ধে ওই কুস্তিগির কিছু না বলেন তার জন্য তাঁকে প্রতিযোগিতা থেকে ছেঁটে ফেলার হুমকিও দেন। একই সঙ্গে আবার প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন তিনি। 

Around The Web

Trending News

You May like