পেড নিউজ রুখতে সরানো হল ৯০৯ পোস্ট

নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের সময় ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ থেকে সরানো হয়েছে ৯০৯টি পোস্ট। তা কার হয়েছে নির্বাচন কমিশনের নির্দশেই। এক ফেসবুকই ৬৫০টি পোস্ট সরিয়েছে। টুইটার ২২০টি, শেয়ারচ্যাট সরিয়েছে ৩১টি। ইউটিউব ৫টি এবং হোয়াটসঅ্যাপ তিনটি পোস্ট সরিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে রবিবার ভোট মেটার পর এই খবর জানানো হয়েছে। এরমধ্যে ৪৮২টি সরানো হয়েছে প্রচারের সময়সীমা পেরোনোর পর

পেড নিউজ রুখতে সরানো হল ৯০৯ পোস্ট

নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের সময় ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ থেকে সরানো হয়েছে ৯০৯টি পোস্ট। তা কার হয়েছে নির্বাচন কমিশনের নির্দশেই। এক ফেসবুকই ৬৫০টি পোস্ট সরিয়েছে। টুইটার ২২০টি, শেয়ারচ্যাট সরিয়েছে ৩১টি। ইউটিউব ৫টি এবং হোয়াটসঅ্যাপ তিনটি পোস্ট সরিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে রবিবার ভোট মেটার পর এই খবর জানানো হয়েছে। এরমধ্যে ৪৮২টি সরানো হয়েছে প্রচারের সময়সীমা পেরোনোর পর পোস্ট করার জন্য। এই প্রচার নিষিদ্ধ সময়ে সরানো হয়েছে ৭৩টি রাজনৈতিক বিজ্ঞাপন। ২৮টি অভব্যতার সীমা অতিক্রম করেছিল, ১১টি ঠছিল এক্সিট পোল সংক্রান্ত এবং ১১টিতে ঘৃণা ছড়ানো হয়েছিল। পেড নিউজের প্রমাণিত অভিযোগ এসেছে ৬৪৭টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *