‘অসমের পিরামিড’ মৈদামকে হেরিটেজ স্বীকৃতি ইউনেসকোর

গুয়াহাটি: ৭০০ বছরের পুরনো অসমের মৈদাম পেল বিশ্ব পরিচিতি৷ বিশ্বের ঐতিহ‌্যবাহী স্থানের সম্মান দিল ইউনেসকো। চরাইদেও এলাকার মৈদাম সমাধিক্ষেত্রগুলিকে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা…

গুয়াহাটি: ৭০০ বছরের পুরনো অসমের মৈদাম পেল বিশ্ব পরিচিতি৷ বিশ্বের ঐতিহ‌্যবাহী স্থানের সম্মান দিল ইউনেসকো। চরাইদেও এলাকার মৈদাম সমাধিক্ষেত্রগুলিকে উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিল ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি’। আগামিদিনে ওই এলাকা অসমের অন‌্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠবে বলেই আশা অসম সরকারের৷ এখনও পর্যন্ত ভারতের ৪৪টি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তমকা পেয়েছে। সেই তালিকায় এবার ঢুকে গেল ‘অসমের পিরামিড’ নামে পরিচিত মৈদাম।