কখন মেলে যৌনতার তৃপ্তি? কী বলছেন মহিলারা?

সকালে সেক্স! নাকি অন্য সময়ে৷ কখন মেলে উন্মাদনা? কী বলছেন মহিলারা? সমীক্ষা বলছে, মহিলারা মর্নিং সেক্স পছন্দ করেন না, তেমনটা কিন্তু, একেবারেই নয়৷ প্রায় ৬৩ শতাংশ মহিলা স্বীকার করেছেন, তাঁরা কখনও মর্নিং সেক্স করেননি৷ বিষয়টি পছন্দও করেন না৷ অন্যদিকে, মাত্র ৩৭ শতাংশ পুরুষ বলেছেন, তাঁরা মর্নিং সেক্স করেননি৷ কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, সকালে সেক্স মানে

কখন মেলে যৌনতার তৃপ্তি? কী বলছেন মহিলারা?

সকালে সেক্স! নাকি অন্য সময়ে৷ কখন মেলে উন্মাদনা? কী বলছেন মহিলারা? সমীক্ষা বলছে, মহিলারা মর্নিং সেক্স পছন্দ করেন না, তেমনটা কিন্তু, একেবারেই নয়৷

প্রায় ৬৩ শতাংশ মহিলা স্বীকার করেছেন, তাঁরা কখনও মর্নিং সেক্স করেননি৷ বিষয়টি পছন্দও করেন না৷ অন্যদিকে, মাত্র ৩৭ শতাংশ পুরুষ বলেছেন, তাঁরা মর্নিং সেক্স করেননি৷ কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, সকালে সেক্স মানে শুধুই সময় নষ্ট৷

মর্নিং সেক্সের বিপক্ষে মহিলাদের কাছে রয়েছে একাধিক যুক্তি। প্রায় ৫০ মহিলারা বলছেন, সকালে তাঁদের সেক্স করার মুড থাকে না। ৩৫ শতাংশ মহিলার কাছে মর্নিং সেক্স মানে সময় নষ্ট৷ ৩২ শতাংশ মনে করেন সকালে তাঁদের ইচ্ছা থাকে না৷ ২০ শতাংশ মহিলা মর্নিং সেক্সের পক্ষে৷ তাঁদের মতে, সকালের অনুভূতি আলাদা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =