শোওয়ার ঘরে টিভি? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কীভাবে ছিনিমিনি খেলছেন জানেন?

আপনার সন্তান কী দীর্ঘক্ষণ টিভি দেখে? তা হলে কিন্তু ওর বৃদ্ধি-বিকাশে সমস্যা দেখা দিতে পারে। একটি শিশুদের রিসার্চ জার্নালে প্রকাশিত, বেশিক্ষণ টিভি দেখলে শিশুদের বিকাশজনিত কার্যকারিতা, শারীরিক বৃদ্ধি, খাবার কুঅভ্যাস সমস্যা বাড়ে। কিশোরদের ক্ষেত্রে সামাজিক ও ইমোশনাল সমস্যাও দেখা যায়। গবেষণার লেখিকা লিন্ডা পাগানি বলেন, ‘‘এমনিতেই অতিরিক্ত টিভি দেখার অভ্যেসে শিশুদের বৃদ্ধি ও বিকাশে কুপ্রভাব

57188ed1e39fb0e2fae0dde3ad543cec

শোওয়ার ঘরে টিভি? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কীভাবে ছিনিমিনি খেলছেন জানেন?

আপনার সন্তান কী দীর্ঘক্ষণ টিভি দেখে? তা হলে কিন্তু ওর বৃদ্ধি-বিকাশে সমস্যা দেখা দিতে পারে। একটি শিশুদের রিসার্চ জার্নালে প্রকাশিত, বেশিক্ষণ টিভি দেখলে শিশুদের বিকাশজনিত কার্যকারিতা, শারীরিক বৃদ্ধি, খাবার কুঅভ্যাস সমস্যা বাড়ে। কিশোরদের ক্ষেত্রে সামাজিক ও ইমোশনাল সমস্যাও দেখা যায়।

গবেষণার লেখিকা লিন্ডা পাগানি বলেন, ‘‘এমনিতেই অতিরিক্ত টিভি দেখার অভ্যেসে শিশুদের বৃদ্ধি ও বিকাশে কুপ্রভাব পড়ে। তার উপর যদি শোওয়ার ঘরে আরামদায়ক ভাবে সেই টিভি দেখার সুযোগ তারা পায়, তা হলে শিশুদেরই ক্ষতি হয়ে যাবে।”

৪ বছয় বয়সী শিশুদের উপরে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, প্রাক স্কুল শিশুদের নিউরোডেভেলপমেন্টাল সমস্যা তৈরি হয়। আরেকটু বড়দের শারীরিক বিকাশ ব্যহত হয়। কিশোরদের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।  দেখা গিয়েছে, শোওয়ার ঘরে টিভি থাকলে বাচ্চার মধ্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে৷ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস তৈরি হয়৷ তারা বেশিমাত্রায় অসামাজিক তৈরি হয়। ইমোশনাল, দুশ্চিন্তা, হতাশা, চোখের সমস্যা বাড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *