মাথা ঘষা বা সোজা কথায় শ্যাম্পু করা নিয়ে বিস্তর সংস্কার বিদ্যমান রয়েছে পৃথিবীর প্রায় সর্বত্রই। প্যারানর্মাল চর্চাকারীরা মনে করেন, চুল অতি গোলমেলে অঙ্গ। নেগেটিভ এনার্জি সহজেই চুলকে আশ্রয় করে। তা ছাড়া চুল দিয়ে বিস্তর অপতান্ত্রিক কার্যকলাপের উদাহরণও রয়েছে। সন্ধেবেলা চুল খোলা রাখা নিয়েও নিষেধাজ্ঞা প্রচলিত রয়েছে এ দেশের প্রায় সর্বত্রই। তেমনই মাথা ঘষা বা শ্যাম্পু করা নিয়েও ভারতীয় সনাতনী সংস্কৃতি বেশ কিছু সংস্কার ব্যক্ত করে। এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে চাওয়া ভুল। এদের গভীরে রয়েছে এ দেশের মানুষের বিশ্বাস ও দীর্ঘকালের পর্ষবেক্ষণ।
ভারতীয় সনাতনী বিশ্বাস জানায়—
• মঙ্গলবার— এই দিনটিতে মাথা ঘষতে নিষেধ করে ভারতীয় সংস্কার। বিশেষ করে যাঁদের রাশিতে মঙ্গলের অবস্থান তেমন সুবিধাজনক নয়, তাঁদের জন্য নিষেধাজ্ঞা প্রবল।
• বুধবার— ভারতের বিভিন্ন অঞ্চলে এই প্রথা প্রচলিত রয়েছে যে, এক পুত্রসন্তানের মা-র পক্ষে এই দিন মাথা ঘষা বিপদ ডেকে আনতে পারে। ক্ষতি হতে পারে তাঁর সন্তানের। কিন্তু অনেক জায়গায় আবার এই প্রথাপ্রচলিত রয়েছে যে, সদ্যবিবাহিতারা বুধবারে নিয়মিত মাথা ঘষলে শুভ ফল লাভ করেন। তাঁরা পুত্রসন্তানের জননী হন।
• বৃহস্পতিবার— সপ্তাহের এই দিন মাথা ঘষলে বা শ্যাম্পু করলে লক্ষ্মীদেবীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। জীবনে দারিদ্র নেমে আসতে পারে। এই বিষয়ে বহু কাহিনি এ দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত রয়েছে।
• শনিবার— সপ্তাহের এই দিন মাথা ঘষলে শনিদেবের কুপ্রভাব দূর হয় বলে অনেকে মনে করেন। শনির সাড়ে-সাতি দশা থেকে রক্ষা করতে পারে প্রতি শনিবার মাথা ঘষা। কিন্তু এর পাশাপাশি অনেকে এ কথাও মনে করেন যে, শনিবার শ্যাম্পু করলে শনিদেব কুপিত হন।