বর্ষায় স্যাঁতসেঁতে হবেনা ঘর, হবেননা অসুস্থ! জাস্ট কয়েকটা টিপস

কলকাতা: বর্ষায় আর স্যাঁতসেঁতে হবেনা ঘর। জানলা দরজার সাথে করুন এই একটা ছোট্ট কাজ। অস্বস্তিকর গন্ধ যেমন হবে না, তেমনই অসুস্থ হবেন না আপনি। এই…

কলকাতা: বর্ষায় আর স্যাঁতসেঁতে হবেনা ঘর।
জানলা দরজার সাথে করুন এই একটা ছোট্ট কাজ। অস্বস্তিকর গন্ধ যেমন হবে না, তেমনই অসুস্থ হবেন না আপনি। এই সময় ঘর মোছারও একটা বিশেষ পদ্ধতি আছে। জাস্ট কয়েকটা জিনিস করলেই ড্যাম্প রুমের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি।

দেখুন আপনি যদি বর্ষার মরশুমে স্যাঁতস্যাঁতে ঘর বা ড্যাম্প পরিবেশে থাকেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই সমস্যা এড়ানোটা খুব জরুরি। ফলে, ফার্স্টেই যেটা করবেন ঘরের দরজা আর জানলা ভালোভাবে খুলে রাখুন। তার ফলে আপনার ঘরে বাইরের আলো-বাতাস আসতে পারবে। বর্ষাকালে বেশিরভাগ সময়েই মেঘলা আবহাওয়া থাকে। তাই যখন রোদ উঠবে তখন ঘরের ভিতর ভাল করে আলো-বাতাস খেলতে দেওয়া দরকার। তাছাড়াও এসির কিন্তু বড় ভূমিকা রয়েছে। সেই টিপস থাকবে একেবারে শেষে।

যদি আপনার ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট থেকে থাকে তাহলে আপনাকে একটা বড় কাজ করতে হবে। কি সেটা জানাবো। তার আগে বলবো বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকানো একটা ঝক্কি। অনেকেই উপায় না পেয়ে ঘরের মধ্যে ভেজা জামাকাপড় শুকোতে দেন। এটা করবেন না। কারণ ভেজা জামাপকাপড় রাখলে ঘরের ভিতরের আর্দ্রভাব বাড়বে। আর দেখবেন সেটা থেকে একটা বাজে গন্ধও হতে পারে। এমনকি ঘর পরিষ্কার করে মুছে রাখার সময় মেঝে কিন্তু অবশ্যই শুকনো করে মুছতে হবে, যাতে মেঝেতে জল না থেকে যায়। শুধু বাড়ির বিভিন্ন ঘর নয়, চেষ্টা করুন রান্নাঘর এবং বাথরুমও শুকনো রাখতে। তাহলে বাড়ির ভিতরে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হবে না। স্যাঁতস্যাঁতে ভাবটাও কমবে।

এবার আসা যাক গাছের কথায়। বর্ষার মরশুমে ঘরের ভিতরে থাকা গাছ মনে করে সরিয়ে দিন। অনেকেই আজকাল ঘরে বিভিন্ন ধরনের গাছ রাখেন। বর্ষার মরশুমে এইসব গাছ ঘর থেকে সরিয়ে অন্য কোথাও রাখুন। তার ফলে ঘরের ভিতরের স্যাঁতস্যাঁতে ভাব এবং অস্বস্তিকর সোঁদা গন্ধ কমবে।

লাস্ট বাট নট দা লিস্ট আজকের ভিডিওর বিশেষ টিপস, মাঝে মাঝে ঘরের এসিটা চালিয়ে নেবেন এই বর্ষার সময়। ফলে ঘরের ভিতরের আর্দ্র বাতাস দূর হবে। কিন্তু এসিটা চালাবেন বিশেষভাবে। এই সময় অবশ্যই দরজা, জানলা খুলে রাখতে হবে। তবে নিজের শারীরিক ক্ষমতা বুঝে এসি চালাবেন বর্ষায়। কারণ সামান্য অসতর্কতায় ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। অতএব ভীষণ ভাবে সতর্ক থাকাটা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *