Aajbikel

শৈশব আর চলতি ফ্যাশনের মিশেল চাইছেন পুজোয়? সন্ধান মিলবে

 | 
saree

কলকাতা: ফেলে আসা স্মৃতি তুলে ধরতে ইচ্ছুক পুজোর ফ্যাশনে? হারিয়ে যাওয়া শীতলপাটি, মাদুরকে ফিরিয়ে আনতে চান? পুরনো ঐতিহ্য আর নস্টালজিয়া যদি আপনার মন খারাপ করে তোলে, তাহলে ঢুঁ মারতেই পারেন ওয়েভার হাটে। শীতলপাটি মাদুরের বুনন, শাড়িতে ফুটিয়ে তুলে নস্টালজিয়া আর হাল ফ্যাশনের সেতুবন্ধন করেছে তারা। ফেলে আশা শৈশব আর চলতি ফ্যাশনের এক মিশেল তৈরি হয়েছে এখানে।  

আরও পড়ুন- পুজোর মাসে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ! বাংলা ঠিক কবে, জেনে নিন

যেহেতু গরমের জন্য অনেকে ফেব্রিকের ব্যবহার এড়িয়ে চলেন তাই এখানের কালেকশনে কোনও রাসায়নিক ব্যবহার করা হয় না। এটাই বড় বৈশিষ্ট। পরিবেশ বান্ধব ফ্যাশনের দিক চিন্তা করে শুধুমাত্র রং আর সুতোর কাজ করা হয়। এবারের পুজোয় সবার পছন্দ ওয়েভিং কালেকশন। এবারের শারদীয়া সম্ভারে জোর দেওয়া হয়েছে হলুদ, সবুজ, রাণী, কালো, সাদা রং-এর ওপর। ষষ্ঠীর সন্ধ্যার জন্য রয়েছে সহেলি কালেকশন। এখানে রয়েছে ৩টি রং। সপ্তমীর সকালের জন্য রয়েছে সিল্ক কটন, অষ্টমীর জন্য বেছে নিতে পারেন শেওলা দিঘি শাড়ি। এখানে তুলে ধরা হয়েছে শীতলপাটির আদলে পাতিয়া বুনন। এছাড়াও রয়েছে রেশম সিল্ক। অষ্টমীর সকালে বা সন্ধিপুজোয় আপনি বেছে নিতে পারেন এই রেশম সিল্কের কালেকশন। নবমী দিনে আপনার জন্য আছে কাজল লতা আর সহচরীর সাজ। আর বিজয়া দশমী মানেই লাল পাড়ে সাদা শাড়ি। তার জন্য বেছে নিন আলতা পাতা কালেকশন।

তাহলে দাম কত? সবকিছু আছে সাধ্যের মধ্যে। দেড় হাজার থেকে ৩ হাজার ৮০০ টাকার মধ্যে পাবেন সুন্দর সুন্দর কালেকশন। রয়েছে অনলাইন বুকিং এবং সমস্ত শহরে কুরিয়ারের ব্যবস্থা। সংস্থার প্রধান অর্পিতা বসু মৌলিক জানিয়েছেন, পাওয়ার লুমের ভিড়ে যাতে হ্যান্ডলুম হারিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখাই তাদের উদ্দেশ্য।

Around The Web

Trending News

You May like