পুরনো টোটকায় এবার চুল পড়া কমবে নিমেষে

কথায় আছে, ‘তেলে চুল তাজা।’ হাল ফ্যাশনে বাগানের ফুল তুলে চুলে না বাঁধা হোক, কিন্তু চুলের যত্নটা মাস্ট। আর বাঙালি মানেই তো লম্বা, কোঁকড়ানো চুলের বাহার আর তার নেপথ্যে থাকা ছোটবেলায় মা-ঠাকুমার হাতে হরেক কিসিমের যত্ন-আত্তি। বাঙালিদের থুড়ি ভারতীয়দের চুল বা ত্বকের যত্নটা শুরু হয় সেই একদম ছোট্ট বয়স থেকেই। যে সময়টায় আমরা জানিই না

পুরনো টোটকায় এবার চুল পড়া কমবে নিমেষে

কথায় আছে, ‘তেলে চুল তাজা।’ হাল ফ্যাশনে বাগানের ফুল তুলে চুলে না বাঁধা হোক, কিন্তু চুলের যত্নটা মাস্ট। আর বাঙালি মানেই তো লম্বা, কোঁকড়ানো চুলের বাহার আর তার নেপথ্যে থাকা ছোটবেলায় মা-ঠাকুমার হাতে হরেক কিসিমের যত্ন-আত্তি।

বাঙালিদের থুড়ি ভারতীয়দের চুল বা ত্বকের যত্নটা শুরু হয় সেই একদম ছোট্ট বয়স থেকেই। যে সময়টায় আমরা জানিই না যে এতে কী লাভ হতে পারে। আমার এখনও স্পষ্ট মনে আছে, যখন আমি ছোট ছিলাম, আমারা মা সপ্তাহে অন্তত তিনবার করে আমার আর বোনের চুলে ভাল করে তেল মাখিয়ে দিত। এই তেল চপচপে বিষয়টা আমার বা বোনের কারওরই মনপসন্দ ছিল না। কিন্তু পরে এর গুরুত্বটা বেশ ভালই বুঝতে পেরেছিলাম। আর রাতের বেলার ঘুমোতে যাওয়ার আগে তেলের মধ্যে কালো জিরে, মেথি মিশিয়ে রেখে দিত আমার ঠাকুমা। শুনেছিলাম এই তেল মাখলে মাথায় নাকি কোনওদিন টাক পড়ে না!

যাই হোক, সে সব এখন অতীত। বাইরের শহরে কাজের সূত্রে এসে, মাথায় তৈলমর্দন এখন নৈব নৈব চ। বোনেরও ঠিক তাই। ব্যস্ত রূটিনের মধ্যে আর ধুলো-বালি এড়াতে সপ্তাহান্তে একবার শ্যাম্পুই যথেষ্ট। বড়জোর দু’বার। সেই সঙ্গে হিসেব কষে হয়তো সপ্তাহে একবার তেল। সময়ের সঙ্গে সঙ্গে চুল পড়া বাড়লেও সময় কোথায় যত্ন নেওয়ার!

কিন্তু বাঙালি বলে কথা। চুলের যত্নটা তো মাস্ট। তাই না! প্রতিনিয়ত বদলে চলা লাল-নীল শহরের বেড়ে চলা দূষণের খোঁচায় চুলের যখন দফারফা, তখনই মা-ঠাকুমার সেই ঘুমোতে যাওয়ার আগে পুরনো পদ্ধতিতে চুলের তেল তৈরি করে রাখা, পরদিন তা আদর করে মাথায় তেল মাখিয়ে দেওয়ার স্মৃতিমাখা গল্পগুলো মনে করিয়ে দিল নিহার ন্যাচেরালস।

নিহার ন্যাচেরালস এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। চুলের সমস্ত সমস্যার সমাধান এবার এটাই। কেন না এখন নিহারের নারকেল তেলের গুণের সঙ্গে মিশে গিয়েছে মেথি, সরষে, কালো জিরে, লাউ এবং তিলের শক্তিও। সেই সঙ্গে এতে রয়েছে একটি অভিনব ক্যাপ যা আপনার চুলের যত্নের জন্য অতিরিক্ত ভূমিকা নেবে। এই বীজগুলি নিহারের নারকেল তেলের সঙ্গে মিশে গিয়ে, তেলের গুণ ও ক্ষমতা বাড়িয়ে দেবে আরও অনেকটা। ঠিক যেন মায়ের মতো। আর সেই সঙ্গে আপনার মাথার চুল পড়া কমিয়ে, সাহায্য করবে চুলের বৃদ্ধিতেও।

চলুন দেখে নিই বীজগুলির উপকারিতার দিকে—
মেথি: এটি চুলকে গোড়া থেকে করে মজবুত এবং চুল পড়া কমায়।
সরষে: চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সেই সঙ্গে চুলকে কন্ডিশনিংও করে।
কালো জিরে: চুলের গোড়াতে পুষ্টি যোগায়। এবং চুল পড়া কমায়।
লাউয়ের বীজ: চুল পড়া কমায়।
তিল: চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

নিহার এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল, বাকি তেলগুলির তুলনায় একদম অন্যরকম। যখনই এই তেলটি ব্যবহার করা হবে, তখনই তা ওই ক্যাপটিতে রাখা বীজগুলির মধ্যে থেকে ফিল্টার হয়ে যাবে যা আপনার চুল পড়া কমাবে ৮ গুণ। তা হলে কী ভাবছেন? এবার হাজার ব্যস্ত রুটিনের মধ্যেও চুলের যত্ন নিন সেই পুরনো মা-ঠাকুমার তৈরি করা কৌশলে। আর নিহার ন্যাচেরাল এক্সট্রা কেয়ার-এর মাধ্যমে চুল রাখুন আরও ঘন ও উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + three =