করোনা ভ্যাকসিন নিতে গেলে ছাড়তে হবে মদ!

কলকাতা: করোনা ভ্যাকসিন নিতে গেলে ছাড়তে হবে মাদক। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ভ্যাকসিন নির্মাতারা। তাঁরা জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকা নিতে হলে অন্তত কিছুদিন বন্ধ রাখতে হবে মদ খাওয়া। স্পষ্টভাবে যদিও কিছু বলা হয়নি। কিন্তু প্রতিটি ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেই নির্ধারিত দিন রয়েছে। যতদিন পর্যন্ত ঠেকানো যাবে না মদ।

কলকাতা: করোনা ভ্যাকসিন নিতে গেলে ছাড়তে হবে মাদক। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ভ্যাকসিন নির্মাতারা। তাঁরা জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকা নিতে হলে অন্তত কিছুদিন বন্ধ রাখতে হবে মদ খাওয়া। স্পষ্টভাবে যদিও কিছু বলা হয়নি। কিন্তু প্রতিটি ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেই নির্ধারিত দিন রয়েছে। যতদিন পর্যন্ত ঠেকানো যাবে না মদ।

ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ৯৪ দিন বন্ধ রাখতে হবে মদ্যপান। রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি নেওয়ার ক্ষেত্রে দু’মাস বা ৬০ দিন পর্যন্ত মদ খাওয়া চলবে না। মডার্না নির্মাতাদের বক্তব্য, তাদের তৈরি ওষুধের ক্ষেত্রে ৪২ দিন পর্যন্ত মদ খাওয়া বন্ধ রাখতে হবে। এমন নিয়ম-নীতির শোনার পরে মদ্যপায়ীদের যে মন খারাপ, তা বলাই বাহুল্য। এই রাজ্যে প্রতি বছর ৮০ লক্ষকে বিয়ার বিক্রি হয়। প্রতিটি কেসে ২৪টি করে বিয়ারের বোতল থাকে। এছাড়া ইন্ডিয়ান ফরেন লিকারের বিক্রি ১.৪ কোটি কেস। বোঝাই যাচ্ছে যে বাংলায় মদ বিক্রির রমরমা বাজার রয়েছে। কিন্তু কোভিড ভ্যাকসিন নিলে মদ খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতেই হবে। আর প্রাণ বাঁচাতে গেলে ভ্যাকসিন নেওয়া ছাড়া গতি নেই।

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এপিডেমিওলজি এবং কমিউনিকেবল ডিজিজের তরফে জানানো হয়েছে করোনার টিকা নিলে কোনওভাবেই মদ খাওয়া চলবে না। অ্যালকোহলকে চিকিৎসার ভাষায় বলা হয় ইমিউনো সাপ্রেসেন্ট। এর মানে অ্যালকোহল শরীরে প্রবেশ করে রক্তে মিশে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এদিকে ভ্যাকসিনের ক্ষেত্রে সংক্রামক স্ট্রেনকে শরীরে প্রবেশ করার আগে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই দুর্বাল স্ট্রেন শরীরে ঢুকে প্রতিলিপি তৈরি করতে পারে না। এটি শরীরে ঢোকার পর বি সেলকে সক্রিয় করে তোলে। ফলে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কিন্তু অ্যালকোহোল প্রবেশ করলে ওই প্রক্রিয়াটি নষ্ট হয়ে যায়।

অ্যালকোহল শরীরে প্রবেশ করার পর তা অন্ত্রে প্রবেশ করে। অন্ত্রকে শরীরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে। অ্যালকোহল সেবনের ফলে এগুলি নিস্তেজ হয়ে যায়। অথচ করোনা ভ্যাকসিন শরীরে প্রবেশ করে যেটি প্রথম উজ্জীবিত করবে সেটিকেই অ্যালকোহল নিষ্ক্রিয় করে দেয়। তাই তা কাজ করতে পারে না। সেই কারণেই নিয়মিত মদ্যপান যারা করে তাদের ক্ষেত্রে শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হওয়া উচিত তা তৈরি হয় না। তাই আগে তো বটেই, এমনকি টিকা নেওয়ার অন্তত ৭ দিন আগে থেকে মদ খাওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =