বিছুটি পাতার চায়ে চুমুক দিলেই ম্যাজিক! অদ্ভুত না?

কলকাতা: বিছুটি পাতার চা খেলে শরীরের ভেতর কী ঘটবে জানেন? ডায়াবেটিস, ব্যথা কোনোদিন কাছেও ঘেঁষবেনা! জানেন, বিছুটি পাতায় কী আছে? নাম শুনেই পালাবেন না, পদ্ধতিটা…

bichuti pata

কলকাতা: বিছুটি পাতার চা খেলে শরীরের ভেতর কী ঘটবে জানেন? ডায়াবেটিস, ব্যথা কোনোদিন কাছেও ঘেঁষবেনা! জানেন, বিছুটি পাতায় কী আছে? নাম শুনেই পালাবেন না, পদ্ধতিটা জানলে বুঝবেন ম্যাজিক জানে এই পাতা।

সাধেই কী রুখে দিতে পারে যে কোনো সংক্রমণ? বিছুটি পাতা লাগলেই গায়ে চুলকানির দিন ভুলে যান। বরং এই পাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ শরীরের জন্য কী কী উপকার করতে পারে সেটা জানা জরুরী।
প্রথমেই বলতে হচ্ছে ইউটিআই এর কথা। অনেক মহিলাই মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর সমস্যায় ভোগেন। সেক্ষেত্রে বিছুটি পাতা শরীর থেকে ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলিকে বার করে দিতে সাহায্য করে। এমনকি ডায়াবেটিস এবং কিডনির রোগের ক্ষেত্রেও বিছুটি পাতার বড় ভূমিকা রয়েছে। এই বিছুটি পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে এই পাতা সাহায্য করে। এই পাতার রস নিয়মিত খেলে শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এমনকি কিডনিতে পাথর জমলেও এই পাতার চা খেলে উপকার পেতে পারেন। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। না এটুকুই নয়, আলসারের সমস্যাতে পেটের ব্যথা কমাতেও বিছুটি পাতা কাজে আসে। তাতেও নিয়মিত এই পাতার তৈরি চা খেলে পেটের ক্ষত নিরাময় হয়।

র‌্যাশ অ্যালার্জির সমস্যাতেও এই পাতা দারুণ কাজে দেয়। যেমন এই গরমে অনেকের ত্বকেই ঘামাচির সমস্যা হয়। এক্ষেত্রেও বিছুটি পাতার রস খেলে উপকার পেতে পারেন।
মনে রাখবেন, শুকনো বিছুটি পাতা সুস্বাস্থ্যের দাওয়াই হতে পারে। কী নেই বলুন তো এতে? ফ্যাট থেকে আয়রন, পটাশিয়াম থেকে ম্যাগনেশিয়াম, এমনকি প্রোটিন-সহ একাধিক খনিজ উপাদানে ভরপুর বিছুটি পাতা। bichuti pata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *