লিভ ইন সম্পর্কে যাওয়ার কথা ভাবছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি

আজকাল অনেকেই বিয়ের পরিবর্তে লিভ ইনের দিকে ঝুঁকছেন। জীবনে ছক ভাঙা নিয়মেই এখন উৎসাহী বেশিরভাগ যুবক ও যুবতী। অনেকে আবার বিয়ের আগে পার্টনারের সঙ্গে কয়েক মাস লিভ ইন করে নিতে চান। অনেকে আবার মনে করে বিয়ে মানেই একটা সম্পর্কের ইতি। তাই লিভ ইনকেই বেশি গুরুত্ব দেন অনেকে। তবে লিভ ইনে যাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। এ নিয়ে মনোবিদরাও একাধিক পরামর্শ দিয়েছেন৷

আজকাল অনেকেই বিয়ের পরিবর্তে লিভ ইনের দিকে ঝুঁকছেন। জীবনে ছক ভাঙা নিয়মেই এখন উৎসাহী বেশিরভাগ যুবক ও যুবতী। অনেকে আবার বিয়ের আগে পার্টনারের সঙ্গে কয়েক মাস লিভ ইন করে নিতে চান। অনেকে আবার মনে করে বিয়ে মানেই একটা সম্পর্কের ইতি। তাই লিভ ইনকেই বেশি গুরুত্ব দেন অনেকে। তবে লিভ ইনে যাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। এ নিয়ে মনোবিদরাও একাধিক পরামর্শ দিয়েছেন৷

১. প্রত্যেক মানুষেরই কিছু কিছু অভ্যাস থাকে৷ বিয়ের পর অনেক ক্ষেত্রেই তার সঙ্গে সমঝোতা করতে হয়। কারণ স্বামী বা স্ত্রী সেই স্বভাবটি পছন্দ নাও করতে পারে। কিছু অভ্যাস আবার মানিয়ে নিতে হয় অনিচ্ছাকৃতভাবেই৷ অনেকেই ভাবতে পারেন লিভ ইনের ক্ষেত্রে এমনটা হয় না। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। লিভ ইনের ক্ষেত্রেও অনেক নিয়ম থাকে যা মেনে নিতে হয়৷ একসঙ্গে থাকতে গেলে একটু মানিয়ে নিতে হবে বৈ কি!

২. লিভ ইন মানেই হল দু’জনের পছন্দ এবং অপছন্দ মেনে চলা৷ অলিখিত এই নিয়মের কথা আগেই থেকেই মাথায় ঢুকিয়ে নিন। আপনারা দু’জনই দু’জনের কাছে গুরুত্বপূর্ণ। বরং লিভ ইনের ক্ষেত্রে উভয়েরই দায়িত্ব বেড়ে যায়৷ তাই মনোবিদদের পরামর্শ, লিভ ইনের সময় সঙ্গীর পছন্দ-অপছন্দ, ভাল লাগা মন্দ লাগা ও ইচ্ছা অনিচ্ছার দিকে নজর দিন৷

আরও পড়ুন: সুস্থ থাকতে উপকারী এই পরোটা, ফিট থাকার রহস্য খুললেন প্রধানমন্ত্রী মোদী

৩. লিভ ইনে থাকার সময় অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দিন। কারণ আবেগের তাড়নায় অনেকেরই সেভিংসের দিকে খেয়াল থাকে না। তা করবেন না একেবারেই। আর্থিক দিকটি খেয়াল রাখুন৷ আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখুন। কে কোন দিকে খরচ করবে, কে কী সামলাবেন সেটা আগে থেকেই বুঝেশুনে নিন।

৪. যাঁরা লিভ ইন করেন, তাঁরা বেশিরভাগই খুব স্বাধীনচেতা হন৷ ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক টালমাটাল হয়ে যায়। তা যেন না হয়, তা নজরে রাখুন। যদি সম্পর্ক নিয়ে নেগেটিভ হন, তবে লিভ ইনে না যাওয়াই ভাল। তাহলে সমস্যা আরও বাড়ে।

৫. লিভ ইনের ক্ষেত্রে যা সবচেয়ে প্রয়োজনীয়, তা হল ইগো বর্জন৷ এই বস্তুটি আঁকড়ে ধরে থাকলে কখনওই লিভ ইন সম্পর্কে তিনি থাকতে পারবেন না। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে ইগো ঝেড়ে ফেলুন।

আরও পড়ুন: -ক্লাস থেকে কার্টুন, দফারফা হচ্ছে খুদেদের চোখের স্বাস্থ্য! বিপদ এড়াবে এই টিপস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =