আপনার পার্টনার কি মাইক্রোচিটিং করছে? ধরতে পারেন হাতেনাতে

কলকাতা: আপনার কি আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে মাইক্রোচিটিংয়ের শিকার? পার্টনার মাইক্রোচিটিং করতে পারে এর মানে কি? প্রতারিত হওয়ার আগে ভালো করে জেনে বুঝে নিন৷…

কলকাতা: আপনার কি আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে মাইক্রোচিটিংয়ের শিকার? পার্টনার মাইক্রোচিটিং করতে পারে এর মানে কি? প্রতারিত হওয়ার আগে ভালো করে জেনে বুঝে নিন৷ অনেক সম্পর্ক এতে ভেঙে তছনছ হয়ে যায়

আপনার সম্পর্ক যদি সিরিয়াস হয় আর তা সত্ত্বেও জানতে পারেন আপনার পার্টনার মাইক্রোচিটিং করছে তাহলে কিন্তু তা সহ্য করা বেশ চাপের৷ মাইক্রোচিটিং কী? একসঙ্গে অনেক প্রলোভনে পা দেওয়া নাকি এটা অনলাইনে করা প্রেমঘটিত কোনও প্রতারণা? এর পরিণতি দাম্পত্য কলহ থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।

মাইক্রোচিটিংয়ের উদাহরণ হল:

১)প্রাক্তনের বা এক্সের সঙ্গে লুকিয়ে যোগাযোগ রাখা
২)প্রাক্তন বা অন্য কোনো নারী বা পুরুষের আকর্ষণীয় ছবিতে ‘লাভ’ রিঅ্যাক্ট দেওয়া।
৩)নিজের সম্পর্কের বিষয়টি লুকিয়ে অন্যের সঙ্গে চ্যাট করা
৪)অপ্রয়োজনীয় ‘হাই’, ‘হ্যালো’ বা ‘আপনি তো দেখতে খুব সুন্দর’–জাতীয় বার্তা পাঠানো
৫)অন্য কাউকে অপ্রয়োজনে নিজের ছবি পাঠানো
৬)হুটহাট অন্য কাউকে কল, ভিডিও কল করা বা কথা বলা

আপনার পুরুষ বা মহিলা পার্টনার কি এমনটা করে থাকেন? সতর্ক হন আজ থেকেই৷ অনেক সময় আপনার সামনেও আপনার পার্টনার এমন ঘটনা ঘটাতে পারে৷ অপ্রয়োজনীয়ভাবে বিপরীত লিঙ্গের প্রশংসা করা। অন্যকে সম্পর্কে আগ্রহী হওয়ার জন্য উসকানি দেওয়া। অন্যের কাছ থেকে আবেগপ্রবণ উষ্ণতা চাওয়া। আবেগপ্রবণভাবে ‘ব্ল্যাকমেল’ করে অন্যের ‘সিমপ্যাথি’ আদায় এগুলোও কিন্তু পড়ে মাইক্রোচিটিংয়ের মধ্যে৷

আপনি যদি জানতে পারেন আপনার সঙ্গী মাইক্রোচিটিং করছে তাহলে কী করবেন আপনি? সঙ্গীর এসব কর্মকাণ্ড কি আপনাকে অস্বস্তিতে ফেলে? নাকি আপনি মনে করেন, এমনটা হতেই পারে। এগুলো নিয়ে আলোচনা করে জল ঘোলা করার কিছু নেই। এক্ষেত্রে রিলেশনসিপ কোচদের দাবি সম্পর্কে যিনি প্রতিশ্রুতিবদ্ধ, সুখী, শক্তিশালী বন্ধনে আবদ্ধ, পারতপক্ষে তিনি অন্যের সঙ্গে এসব “নির্দোষ ফ্লার্ট” করতে যাবে না। তাই সঙ্গীর এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে যদি আপনি জানতে পারেন ও আপনার তা ভালো না লাগে, তাহলে তাঁর সঙ্গে খোলামেলা কথা বলুন৷ সরাসরি তার কাজ থেকে আপনার ও এই সম্পর্কের গুরুত্ব জানতে চান৷ দরকার পড়লে এক্ষেত্রে রিলেশনশিপ থেরাপিস্টের সাহায্যও নিতে পারেন৷

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *