সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকটা বড় প্রয়োজন। যখনই সেটা ভেঙে যায় সম্পর্ক শেষ। আর হিংসা বা মাত্রাতিরিক্ত রাগ যে সম্পর্কে থাকে সেখানে ভরসার কোনও জায়গা নেই। তাই সম্পর্কের মধ্যে হিংসা আনা একেবারেই অনুচিত। এই সমস্যা থেকে বাঁচতে তাই কিছু বিষয়ে খেয়াল রাখুন।
প্রথমেই প্রয়োজন আত্মসমীক্ষার। সঙ্গীর ভুল ধরবেন না। তার আগে নিজে ভেবে দেখুন আপনি নিজে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করতেন। অনেক সময়ই দেখা যায় আপনি নিজেও ওই পরিস্থিতিতে ওই একই কাজ করতেন। তাই সঙ্গীকে আগে থেকেই কিছু বলবেন না। প্রথমে নিজে বিচার বিবেচনা করুন। কারণ অনেক সময় হিংসা বা রাগের কারণে মানুষ বুঝতেই পারে না সে কী করছে। এমন পরিস্থিতিতে কিছু করে বসলেই বিপদ। সম্পর্ক টলে যেতে পারে। তাই এই পরিস্থিতিতে কাছের কোনও মানুষের কাছ থেকে পরামর্শ নিন। সম্পর্কের সমস্যা তিনি সহজেই দেখতে পাবেন। কারণ তিনি তৃতীয় ব্যক্তি।
সম্পর্ক টিকিয়ে রাখতে হলে রাগ ও হিংসার প্রবেশ ঘটনা না দিতে হলে কখনই সঙ্গীকে অবিশ্বাস করবেন না। যদি এমন জায়গা আসে তবে সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত মনে মনে হিসাব কষুন। দেখবেন সেখানে অবিশ্বাসের চেয়ে বিশ্বাসের পাল্লা অনেক ভারী। অতীত থেকে বিশ্বাসের অনেক কারণ খুঁজে পাবেন। হিংসা কাছে ঘেঁষতে পারবে না। রাগ হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু রাগকে কন্ট্রোল করতে চেষ্টা করুন। কারণ রাগ থেকেই জন্ম নেয় অবিশ্বাস, মনোমালিন্য, হিংসা। রাগের মাথায় কখন কাকে কী বলে বসবেন, তা আপনার মাথাতেো থাকবে না। আর পরে সেই বিষয়টি নিয়েই পস্তাতে হবে। তাই রাগ প্রশমিত করা চেষ্টা করুন। সম্পর্ক ভাল থাকবে।