আসবাব বদলে ফেলুন
উৎসবের মরশুমে সবাই কমবেশি ঘরদোর সাজিয়েগুছিয়ে তোলার চেষ্টা করেন। ঘর সাজানোর প্রথম ধাপই হল আসবাবপত্র পাল্টানো। নতুন আসবাব নিয়ে আসুন। যদি পকেট পারমিট না করে তবে অন্ততপক্ষে পুরনো আসবাবের উপরিভাগ পাল্টে দিন। সেঞ্চুরি প্লাইয়ের ল্যামিনেট ব্যবহার করে পুরনো টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিলের সারফেস বদলে নতুন করে দিন। আজকাল ন্যাচারাল লুক চলছে খুব। সেঞ্চুরি প্লাইয়ের ন্যাচারাল লুক ল্যামিনেট ‘নেচার প্লাস’ রেঞ্জে পাবেন আপনার পছন্দসই ল্যামিনেশন। আসবাবগুলো নতুনভাবে সাজাতেও পারেন।
রান্নাঘর পাল্টে ফেলুন
উজ্জ্বল রংয়ের ল্যামিনেট প্লাই৷ ব্যবহার করে রান্নাঘরকে আমূল বদলে ফেলতে পারেন। ঝকঝকে উজ্জ্বল রংয়ের ল্যামিনেট ব্যবহার করলে, ফিনিশ ঠিকঠাক হলে রান্নাঘরও হাসবে। সেঞ্চুরি প্লাইয়ের ‘লুসিডা’ রেঞ্জের ল্যামিনেশন ব্যবহার করলে ভালো ফল পাবেন৷
বদলান দেওয়ালও
দেওয়ালের রংও বদলাতে পারেন। তাতেও নতুনত্ব আসবে সজ্জায়। অযথা দামি রং ব্যবহার না করে সেঞ্চুরি প্লাইয়ের ‘কম্বিনেশন সেকশন’ ল্যামিনেশন ব্যবহার করে ঢেকে ফেলুন পুরনো দেওয়াল। ঘর খিলখিল করে হাসবে৷