নয়াদিল্লি: স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়া করোনাকালের অন্যতম সঙ্গী। এর বিকল্পও নেই। কিন্তু,মাত্রাতিরিক্ত সাবান-স্যানিটাইজারের ব্যবহারে ক্রমাগত রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ছে হাত। কোমলতা ফেরাবেন কিভাবে? রইল তার সমাধান- প্রথমে জেনে নিন দীর্ঘ সময় ধরে সাবান-স্যানিটাইজার ব্যবহার করলে কি কি সমস্যা হয়। সাবানের ক্ষার আর স্যানিটাইজারের অ্যালকোহল হাতের কোমলতা নষ্ট করে দেয়। হাতের ত্বক শুষ্ক হয়ে গেলে সেখান থেকে একজিমা, র্যা শ, ছাল উঠে যাওয়া-সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।
সুরক্ষার জন্য স্যানিটাইজার ব্যবহার করা মাস্ট। কিন্তু স্যানিটাইজ করার পাশাপাশি কিছু বিষয় খেয়াল রাখলে বজায় থাকবে হাতের নরম ভাব। স্যানিটাইজ করার পর বা সাবান দিয়ে হাত ধোওয়ার পর ক্রিম বা লোশন লাগান। এতে হাত আর্দ্র থাকবে। ক্রিম না থাকলে তেলও হাতে লাগাতে পারেন। তবে খুব অল্প তেল ব্যবহার করবেন। এতে আপনার দুই হাত কোমল থাকবে। চেষ্টা করুন লিক্যুইড সোপ বা ক্রিম বেসড সাবান দিয়ে হাত ধোয়ার। এতে ক্ষতি কম হয় এবং হাতও তুলনামূলকভাবে কম রুক্ষ হয়। বাইরে গ্লাভস পরে বের হন। এতে হাত ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে আবার স্যানিটাইজারের রুক্ষতা থেকে রক্ষা পাবে। গরমের দিনে বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকলে ৪-৫ ঘণ্টা পর হাত ধুয়ে ফের সানস্ক্রিন লাগান। হাতের ত্বক নরম রাখতে ব্যবহার করতে পারেন আমন্ড বা নারকেল তেল । রাতে শোওয়ার আগে ঘরোয়া এই টোটকা আপনার হাতকে করে তুলবে আগের মতই মোলায়েম ও সুন্দর।