কম খরচে কীভাবে সাজাবেন আপনার ঘর, থাকছে টিপস

সকলেই চায় ঘর বাড়ি সুন্দর ভাবে সাজাতে। পরিস্কার পরিচ্ছন্ন ঘর দেখতে সুন্দর লাগে। কিন্তু নিজের ঘরকে একটু এলিগেন্ট লুক দিতে সকলেই পছন্দ করে। তাই কম বাজেটের মধ্যে ঘর সাজানোর সরঞ্জাম। গ্রামোফোন আজকাল ঘর সাজানোর জিনিসের মধ্যে সব থেকে বেশি চাহিদা হ্যান্ডমেড গ্রামোফোনের। এটি দেখতে সুন্দর তো বটেই, একই সঙ্গে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। দামও খুব কম।

কম খরচে কীভাবে সাজাবেন আপনার ঘর, থাকছে টিপস

সকলেই চায় ঘর বাড়ি সুন্দর ভাবে সাজাতে। পরিস্কার পরিচ্ছন্ন ঘর দেখতে সুন্দর লাগে। কিন্তু নিজের ঘরকে একটু এলিগেন্ট লুক দিতে সকলেই পছন্দ করে। তাই কম বাজেটের মধ্যে ঘর সাজানোর সরঞ্জাম।

গ্রামোফোন

আজকাল ঘর সাজানোর জিনিসের মধ্যে সব থেকে বেশি চাহিদা হ্যান্ডমেড গ্রামোফোনের। এটি দেখতে সুন্দর তো বটেই, একই সঙ্গে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। দামও খুব কম। অনলাইন শপিং সাইটে পেয়ে যাবেন মাত্র ৩০০ টাকায়।

শো-পিস

ঘরে টেবিলের উপর বা দেয়ালের পাশে সুন্দর শো-পিস দিয়ে সাজিয়ে দিন। এটি
দেখতে সুন্দর লাগে। ঘরও হয়ে উঠবে আরও বেশি স্ট্যাইলিশ। মার্কেটে বিভিন্ন রকম
শো-পিস বিভিন্ন দাম। যার শুরু মাত্রা ১০০ টাকা থেকে।

ফটোফ্রেম

আপনার রুমের দেওয়াল সুন্দর করে সাজিয়ে দিন নিজেদের ফটোফ্রেম দিয়ে। এটি দেখতে সুন্দর লাগে। একই সঙ্গে ফটো দেখে মনে পড়ে যাবে আপনার সুন্দর পুরনো স্মৃতি। মাত্র ২০০-২৫০ টাকায় সুন্দর ফটো ফ্রেম পেয়ে যাবেন। তারমধ্যে লাগিয়ে নিন নিজের পছন্দ মত ছবি।

স্ট্যান্ড হোল্ডার

আপনার সানগ্লাস, ইয়ারিং, চুরি, ব্রেসলেট যেখানে সেখানে ফেলে না রেখে ঝুলিয়ে রাখুন স্ট্যান্ড হোল্ডারে। এতে জিনিসটি গোছানো ও হাতের কাছে থাকবে। আবার ঘরের সৌন্দর্যও বাড়বে। একটি সুন্দর ইয়ারিং, সানগ্লাস হোল্ডারের দাম শুরু ৩০০টাকা থেকে।

ওয়াল পেন্টিং

ঘরের দেয়াল রঙ করার পর সেখানে লাগান ওয়াল পেন্টিং। ঘর হয়ে উঠবে সুন্দর
ও স্টাইলিশ। কিছু ওয়াল পেন্টিং-এর দাম ১০০টাকারও কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =