যিশুর যন্ত্রণা থেকে আশার আলো, জানুন গুড ফ্রাইডের ইতিহাস ও গুরুত্ব

কলকাতা: গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন, যা যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুর স্মরণে পালিত হয়। এটি পবিত্র সপ্তাহের…

good friday history significance

কলকাতা: গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন, যা যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুর স্মরণে পালিত হয়। এটি পবিত্র সপ্তাহের অংশ, যা ইস্টার রবিবারের দুই দিন আগে আসে। বিশ্বব্যাপী খ্রিস্টানরা এই দিনটিকে শ্রদ্ধা ও ভাবগম্ভীরতার সঙ্গে পালন করে।​

কেন বলা হয় ‘Good’ Friday? good friday history significance

অনেকের মনেই প্রশ্ন জাগে, যেদিন যিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই দিনকে ‘শুভ’ কেন বলা হয়? এর ব্যাখ্যা খ্রিস্টান ধর্মতত্ত্বে রয়েছে — যিশুর এই আত্মবলিদানই মানবজাতির পাপমোচনের পথ খুলে দেয়। এই ‘মঙ্গলজনক’ আত্মত্যাগের কারণেই দিনটি ‘Good’ Friday নামে পরিচিত। প্রাচীন ইংরেজিতে ‘Good’ শব্দটি ‘Holy’ বা ‘পবিত্র’ অর্থে ব্যবহৃত হতো। তাই একে বলা যায় ‘পবিত্র শুক্রবার’।

ইতিহাস: যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পটভূমি good friday history significance

বাইবেলের নিউ টেস্টামেন্ট অনুযায়ী, যিশু খ্রিস্ট যখন তাঁর শিক্ষা, মানবতা ও ঈশ্বরের বার্তা প্রচার করছিলেন, তখন তৎকালীন ধর্মীয় নেতারা তাঁকে ঈশ্বরের বিরুদ্ধাচরণকারী বলে চিহ্নিত করেন। তাঁর শিষ্য যিহূদা ইস্কারিওত তাঁকে ৩০ রৌপ্যমুদ্রার বিনিময়ে বিশ্বাসঘাতকতা করে রোমান শাসক পন্টিয়াস পাইলটের হাতে তুলে দেন।

এরপর যিশুকে ক্রুশে চড়ানো হয় জেরুজালেম শহরের বাইরে গলগোথা বা ক্যালভারি নামক স্থানে। সেখানে তিনি যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করেন। এই ঘটনা শুধু খ্রিস্টধর্মের নয়, মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ও গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায়।

গুড ফ্রাইডের আত্মিক বার্তা good friday history significance

যিশুর মৃত্যু খ্রিস্টানদের কাছে শেষ নয়, বরং একটি নতুন শুরুর প্রতীক। তাঁর মৃত্যু ও পুনরুত্থান (Easter Sunday) ঈশ্বর ও মানবজাতির মাঝে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বার্তা বহন করে। এই দিনটি আত্মত্যাগ, প্রার্থনা, এবং অন্তর্জ্ঞান অর্জনের সময় হিসেবে পালিত হয়।

বিশ্বের নানা দেশে পালনের রীতিনীতি good friday history significance

ইউরোপ ও ল্যাটিন আমেরিকা: স্পেন, ইতালি, মেক্সিকো, ফিলিপাইনসহ বহু দেশে গুড ফ্রাইডে উপলক্ষে রাস্তায় বিশাল শোভাযাত্রা হয়। যিশুর ক্রুশবহন ও ক্রুশবিদ্ধ হওয়ার দৃশ্য নাট্যরূপে উপস্থাপিত হয়।

ফিলিপাইন: কিছু অঞ্চলে আজও স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হওয়ার প্রথা চালু আছে। যদিও এটি বিতর্কিত, অনেক বিশ্বাসী একে যিশুর যন্ত্রণা অনুভবের মাধ্যম হিসেবে বিবেচনা করেন।

ইসরায়েল: যিরূশালেমে খ্রিস্টান তীর্থযাত্রীরা যিশুর পদাঙ্ক অনুসরণ করে ‘ভিয়া ডোলোরোসা’ পথ অতিক্রম করেন, যা তাঁর ক্রুশবাহী যাত্রার প্রতীক।

ভারতে গুড ফ্রাইডে: ভারতের কেরালা, গোয়া, মেঘালয়, নাগাল্যান্ড, এবং মুম্বইয়ের বড় খ্রিস্টান জনগোষ্ঠী এই দিনটি অত্যন্ত ভাবগম্ভীরতার সঙ্গে পালন করেন। গির্জায় আয়োজিত বিশেষ প্রার্থনা, বাইবেল পাঠ, স্তবগান এবং উপবাসের মাধ্যমে দিনটি অতিবাহিত হয়।

ভারতে গুড ফ্রাইডে একটি সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃত, যদিও এটি কেন্দ্রীয় ছুটি নয়।

 

life: Good Friday is a deeply significant Christian day commemorating Jesus Christ’s crucifixion and death. It’s a solemn observance two days before Easter Sunday, emphasizing sacrifice, salvation, and divine love for humanity. Learn more about its importance in 2025.