সাবধান! শৌচাগারের ফ্লাশ থেকেও ছড়াতে পারে করোনা

শৌচাগার থেকে যে করোনা ছড়াতে পারে, তা নিয়ে অনেক বিশেষজ্ঞই এর আগে বলেছেন। কিন্তু তার ফ্লাশ থেকেও যে করোনা ছড়াতে পারে, এই তথ্য নতুন। এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, ফ্লাশ থেকে তো জল বের হয়। সেখানে করোনা বাসা বাঁধবে কী করে? আর তার চেয়েও বড় কথা ফ্লাশ করার পর জল তো বেরিয়ে যায়। তাহলে? এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন বিশেষজ্ঞরা।

শৌচাগার থেকে যে করোনা ছড়াতে পারে, তা নিয়ে অনেক বিশেষজ্ঞই এর আগে বলেছেন। কিন্তু তার ফ্লাশ থেকেও যে করোনা ছড়াতে পারে, এই তথ্য নতুন। এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, ফ্লাশ থেকে তো জল বের হয়। সেখানে করোনা বাসা বাঁধবে কী করে? আর তার চেয়েও বড় কথা ফ্লাশ করার পর জল তো বেরিয়ে যায়। তাহলে? এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন বিশেষজ্ঞরা।

আনলক পর্যায়ে অনেকেই বাইরে বের হচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই পাব্লিক টয়লেট ব্যবহার করতে হচ্ছে। কিন্তু সেই শৌচাগার ব্যবহার করা কি নিরাপদ? বিশেষজ্ঞরা কিন্তু সাবধান থাকতে বলছেন। কারণ তাঁদের মতে, মানুষের থুতু, লালা বা শ্লেষ্মায় করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে। এগুলিকে ভিত্তি করে আশপাশের খানিকটা জায়গা পর্যন্তও এই ভাইরাস অনেক্ষণ বেঁচে থাকতে পারে। একে বলা হয় রেসপিরেটারি ড্রপলেট। এগুলি জমলে তৈরি হয় ভাইরাস ক্লাউড। শৌচাগারে যেহেতু জলের আধিক্য বেশি তাই এখানে ভাইরাস ক্লাউড তৈরি হওয়ার সম্ভাবনা বেশ বেশি। ফলে পাব্লিক টয়লেট ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। কারণ যদি সংক্রমিত রোগী ওই শৌচালয়ে যান তবে পরে যে ওই শৌচালয় ব্যবহার করবেন তাঁর ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। 

আরও পড়ুন: বলিরেখা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে প্রাণায়ম, কীভাবে জানেন?

বিশেষজ্ঞদের মতে, টয়লেটে ফ্লাশ করার পর যে জলের ঘূর্ণি তৈরি হয় সেখান থেকেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। জানা গিয়েছে এই ড্রপলেট যদি কোনও স্থানে ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে তা বাতাসে ৩ ফুট উচ্চতা পর্যন্ত থাকতে পারে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এতে সংক্রমণ বেড়ে যেতে পারে। অনেকে এমনও বলে যে ফ্লাশ করার সময় ভাইরাস যেহেতু বাতাসে ভেসে আসতে পারে তাই ফ্লাশ করার আগে কমোডের ঢাকনা বন্ধ করে দিলে সংক্রমণের সম্ভাবনা কিছুটা হলেও কমে। তাই নিয়মিত বাথরুম পরিষ্কার রাখা প্রয়োজন। খুব দরকার না পড়লে পাবলিক টয়লেট ব্যবহার না করাই ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =