জুতো থেকেও ছড়াতে পারে করোনা! সচেতন থাকুন এভাবে

করোনা পরিস্থিতি থেকে উদ্ধার পেতে মানুষ সবরকম সতর্কতাই নিচ্ছে। বাইরের পোশাক কেচে ফেলা থেকে মাস্ক ব্যবহার, সবই করছে। কিন্তু জানেন কি জুতো থেকেও ছড়াতে পারে করোনা? সাধারণত চামড়া কিংবা কাপড়ের জুতো পরেই মানুষ বাইরে বের হয়। সেগুলি সেগুলো তো সবসময় ধোয়া সম্ভব নয়। তাই এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা প্লাসটিকের জুতো পরার কথা বলছেন। তবে কর্মক্ষেত্রে যেতে হলে সেই চামড়া বা কাপড়ের জুতোই ভরসা। তাই সংক্রমণ এড়াতে মেনে চলুন এগুলি।

করোনা পরিস্থিতি থেকে উদ্ধার পেতে মানুষ সবরকম সতর্কতাই নিচ্ছে। বাইরের পোশাক কেচে ফেলা থেকে মাস্ক ব্যবহার, সবই করছে। কিন্তু জানেন কি জুতো থেকেও ছড়াতে পারে করোনা? সাধারণত চামড়া কিংবা কাপড়ের জুতো পরেই মানুষ বাইরে বের হয়। সেগুলি সেগুলো তো সবসময় ধোয়া সম্ভব নয়। তাই এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা প্লাসটিকের জুতো পরার কথা বলছেন। তবে কর্মক্ষেত্রে যেতে হলে সেই চামড়া বা কাপড়ের জুতোই ভরসা। তাই সংক্রমণ এড়াতে মেনে চলুন এগুলি।

১. সম্ভব হলে জুতো সাবান জলে পরিষ্কার করুন। পরিষ্কারের সময় হাতে গ্লাভস কিন্তু মাস্ট।

২. জুতোর সোলের মধ্যে যে মাটি বা ইটের কণা লেগে থাকে তা সবার আগে বের করে দিন। জুতোর পাশের খাঁজগুলি ভালভাবে পরিষ্কার করুন।

৩. জিনস বা কাপড়ের জুতো হলে স্যানিটাইজার স্প্রে করতে পারেন। তবে অবশ্যই আগে দেখে নেবেন ওই কাপড়ের উপর জীবাণুনাশক স্প্রে করা যাবে কিনা। প্রয়োজনে এরোসল স্প্রে ব্যবহার করতে পারেন। এতে জুতোর ক্ষতি কম হয়।

৪. স্প্রে করার পর তা কিছুক্ষণ খোলা জায়গায় রেখে শুকিয়ে নিন। তবে রোদে রাখবেন না নয়। স্বাভাবিকভাবেই জুতো শুকোতে দিন।

৫. চামড়া বা ভেলভেটের জুতোর ক্ষেত্রে সোয়েড ইরেজার ব্যবহার করতে পারেন। 

৬. ভিজে জুতো খরবদার পরবেন না। এখানে কিন্তু সবচেয়ে বেশি ভাইরাস থাকে। তাই ভিজে জুতো সম্পূর্ণ শুকনো হওয়ার পর তবেই পরুন। প্রয়োজনে টিস্যু বা খবরের কাগজ দিয়ে শুকিয়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 9 =