আজ থেকেই বদলে গেল ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম! প্রভাব দৈনন্দিন জীবনে!

আজ থেকেই বদলে গেল ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম! প্রভাব দৈনন্দিন জীবনে!

নয়াদিল্লি: ফেব্রুয়ারি শেষ হয়ে ক্যালেন্ডারের পাতা বেয়ে মার্চ এসে উপস্থিত। আর এই ১লা মার্চ থেকে দৈনন্দিন জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। এর মধ্যে ব্যাংকের লেনদেনের কিছু বিষয়ের ঘটেছে পরিবর্তন। পাশাপাশি রান্নার গ্যাসের দামের অঙ্কটাও পরিবর্তিত হচ্ছে৷ তাহলে কোন কোন ক্ষেত্রে কী কী বদল ঘটছে, দেখুন একনজরে৷

রান্নার গ্যাসের দাম পরিবর্তন: পয়লা মার্চ থেকে সারা দেশে রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হয়েছে৷ কারণ মাসের পয়লা তারিখ পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলি গ্যাসের দাম নির্ধারণ করে। উল্লেখ্য, সম্প্রতি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে৷ ৩ মাসে বেড়েছে ২২৫ টাকা৷ পয়লা মার্চ থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে৷

ব্যাঙ্ক নিয়মে পরিবর্তন: দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদা’র সংযুক্তিকরণের ফলে দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্কের আইএফএসসি কোড (IFSC) এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় কোড পরিবর্তিত হতে চলেছে৷

স্টেট ব্যাঙ্কের নিয়মবদল: পয়লা মার্চ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের নির্দিষ্ট সমস্ত ধরণের অ্যাকাউন্ট সচল রাখতে কেওয়াইসি (KYC) বাধ্যতামূলক করা হচ্ছে। কেওয়াইসি জমা না দিলে ধীরে ধীরে অচল হবে এসবিআইয়ের অ্যাকাউন্ট৷

এটিএম (ATM) নিয়মে পরিবর্তন: পয়লা মার্চ থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএমে আর মিলবে না ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট সংগ্রহ করতে চাইলে এবার থেকে ব্যাঙ্ক কাউন্টারমুখী হতে হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক গ্রাহকদের৷

ফাসট্যাগ (FASTag) নিয়মের বদল: পয়লা মার্চ থেকে দেশের কোনো টোল প্লাজায় আর বিনামূল্যে ফাসট্যাগ মিলবে না৷ এই ফাসট্যাগ এবার থেকে ১০০ টাকার বিনিময়ে কিনতে হবে গাড়িচালককে৷ এমনটাই জানিয়ে দিল ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =