বিমানে ওঠার আগে সাবধান! এই ৫ জিনিস নেওয়ার অনুমতি নেই

কলকাতা: প্রথমবার বিমানে চেপে ঘুরতে যাচ্ছেন? জানেন কোন ৫টা দরকারি জিনিস চেক-ইন-ব্যাগেজে নিতে যেতে পারবেন না? আপনার ব্যাগ থেকে এই ৫ জিনিস উদ্ধার হলে৷ চরম…

কলকাতা: প্রথমবার বিমানে চেপে ঘুরতে যাচ্ছেন? জানেন কোন ৫টা দরকারি জিনিস চেক-ইন-ব্যাগেজে
নিতে যেতে পারবেন না? আপনার ব্যাগ থেকে এই ৫ জিনিস উদ্ধার হলে৷ চরম বিপদে পড়তে পারেন আপনি৷ যাত্রা করার আগেই ভালো করে জেনে নিন নিয়ম৷

এয়ারপোর্টে এসব জিনিস নিয়ে ঢুকে গেলেও আপনার ব্যাগে যদি এগুলো ধরা পড়ে তাহলে বেশ চাপের ব্যাপার৷ বিমানে চেপে ঘুরতে অভ্যস্ত নন, তাঁদের কিছু জিনিস মাথায় রাখা জরুরি। বিমানে যাত্রার সময় আপনি একটি নির্দিষ্ট ওজন পর্যন্ত মালপত্র হ্যান্ডব্যাগে নিজের সঙ্গেই রাখতে পারেন। আর অন্য মালপত্রগুলি ‘চেক ইন ব্যাগেজ’-এ পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই ‘চেক ইন ব্যাগেজ’এ কী কী রাখা উচিত নয় জানেন?

প্রথমেই রয়েছে বৈদ্যুতিন যন্ত্র৷ কোনও রকম বৈদ্যুতিন যন্ত্র যেমন, ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক, ফোন, ইলেকট্রনিক খেলনা, ট্যাবলেট, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, কার্লার, স্ট্রেটনার, ইস্তিরি— ‘চেক ইন ব্যাগেজ’-এ রাখা যায় না। বরং এধরণের জিনিস আপনি আপনার হ্যান্ডব্যাগে রাখতে পারেন যা সিকিউরিটিতে চেক হয়৷ এই তালিকায় রয়েছে শুকনো নারকেল৷ শুনতে অবাক লাগলেও, চেক ইন ব্যাগেজ’-এ শুকনো নারকেল রাখার নিয়ম নেই। নারকেলে তেলের মাত্রা বেশি থাকায় একে দাহ্য পদার্থ হিসাবে দেখা হয়। তাই বিমানে চড়ার সময় চেক ইন ব্যাগেজ’-এ নারকেল ভুলেও রাখবেন না।

তীক্ষ্ণ কোনও যন্ত্র যেমন ছুরি, কাঁচি, রেজ়র কিংবা কোনও ধারালো জিনিস চেক ইন ব্যাগেজ’-এ ভুলেও রাখবেন না। নইলে বিমানে ওঠার সময় এই কারণে সমস্যায় পড়তে পারেন। চেষ্টা করুন এধরণের জিনিস নিয়ে বিমানে না ওঠার৷ এসব জিনিস সিকিউরিটি চেক ইনে আটকে দেওয়া হয়৷ ঘুরতে গেলেও সঙ্গে বিভিন্ন রকম সুগন্ধি রাখেন অনেকে। আবার ঘুরেফিরে আসার সময় বন্ধু, আত্মীয়দের উপহার দেওয়ার জন্য সুগন্ধি কিনেও আনেন। কিন্তু বেশির ভাগ সুগন্ধিতে স্পিরিট থাকে। এ ধরনের স্পিরিটজাতীয় সুগন্ধি সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। নির্দিষ্ট একটি মাপের উপর কোনও কিছুই বিমানে নিয়ে যাওয়া যায় না। তাই সে বিষয়েও সতর্ক থাকা জরুরি।

বিমানে আপনি খাবার নিয়েই যেতে পারেন। স্যান্ডউইচ, পরোটা, ম্যাগি, নুডল্‌স-এ কোনও সমস্যা নেই তবে কিছু খাবার আপনি চেক ইন ব্যাগেজ’-এ রাখতে পারবেন না। যেমন, তেল, অ্যালকোহল আছে এমন সস্, এরোসল ক্যানে প্যাকেটজাত কোনও খাবার, ঘি, আচার, পান, পোস্তর মতো বেশ কিছু খাবার বিমানে নিয়ে যেতে পারবেন না আপনি। এক একটি বিমান সংস্থারও নিয়ম আলাদা। তাই যাত্রার আগে অবশ্যই এই বিষয় ভাল করে জেনে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *