শকুন্তলা দেবীর পর এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বিদ্যা!

কাজের পরিধি এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন বিদ্যা বালান। বেছে বেছে ছবি নেন। গত বছর 'মিশন মঙ্গল' মুক্তি পাওয়ার প্রায় এক বছর পর মুক্তি পেতে চলেছে তাঁর দ্বিতীয় ছবি। এ মাসের শেষেই মুক্তি পেতে চলেছে 'শকুন্তলা দেবী'। তারপর আপাতত বিদ্যার হাতে কোনও কাজ নেই। কিন্তু যদি ইন্দিরা গান্ধীর বায়োপিক তৈরি হওয়ার কথা ওঠে, তবে তাতে অভিনয় করতে চান বিদ্যা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এই খবর জানিয়েছেন।

 

মুম্বাই: কাজের পরিধি এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন বিদ্যা বালান। বেছে বেছে ছবি নেন। গত বছর 'মিশন মঙ্গল' মুক্তি পাওয়ার প্রায় এক বছর পর মুক্তি পেতে চলেছে তাঁর দ্বিতীয় ছবি। এ মাসের শেষেই মুক্তি পেতে চলেছে 'শকুন্তলা দেবী'। তারপর আপাতত বিদ্যার হাতে কোনও কাজ নেই। কিন্তু যদি ইন্দিরা গান্ধীর বায়োপিক তৈরি হওয়ার কথা ওঠে, তবে তাতে অভিনয় করতে চান বিদ্যা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এই খবর জানিয়েছেন।

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর একমাস পর প্রকাশ্যে এলেন অঙ্কিতা, কেন এই আত্মগোপন?

বিদ্যা বলেছেন, এই মুহূর্তে তাঁর হাতে একাধিক বায়োপিকের অফার রয়েছে। যদিও কোন কোন ব্যক্তির বায়োপিক, তা নিয়ে এখনও কিছু বলেননি অভিনেত্রী। তবে বলেছেন সম্ভব হলে তিনি দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিকে অভিনয় করতে চান। আর অবশ্যই ইন্দিরার চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে তাঁর। অভিনেত্রী আরও বলেছেন, যখনই তিনি কোনও ক্ষমতাশালী মহিলার কথা ভাবেন, ইন্দিরার মুখটাই আগে সবার তাঁর চোখের সামনে ভাসে। সেই স্বপ্নই বাস্তবায়িত করতে চান তিনি। তবে এই প্রথমবার নয়। এর আগেও বিদ্যা বালান ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার জন্য উৎসাহ প্রকাশ করেছিলেন। এমনও শোনা যাচ্ছিল যে একটি ওয়েব সিরিজে নাকি তাঁকে ইন্দিরার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও এখনও এ ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: করোনা কেড়েছে কাজ, পেটের দায়ে সবজি বেচছেন অক্ষয় কুমারের সহ-অভিনেতা

৩১ জুলাই আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাচ্ছে মানব কম্পিউটর শকুন্তলা দেবীর বায়োপিক। শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান। এছাড়াও ছবিতে রয়েছেন সোনায়া মালহোত্রা, অমিত সাধ ও যিশু সেনগুপ্ত। বিদ্যার স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে যিশুকে। করোনা আবহে বেশিরভাগ ছবিই মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘শকুন্তলা দেবী’ ছাড়া অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’ এবং আরও কিছু ছবি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আমাজন প্রাইম ছাড়া নেটফ্লিক্সে ও হটস্টারে মুক্তি পাবে ছবিগুলি। সম্প্রতি অনলাইনেই মুক্তি পেয়েছে সুশান্তের ছবি 'দিল বেচারা'। ছবির প্রতিক্রিয়া বেশ ভাল। সুশান্তের অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =