শপথগ্রহন মিটলেও মিটল না তরজা! রাজ্যপালকে চরম তোপ স্পিকারের

কলকাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার দুই বিধায়কের শপথগ্রহণ পর্ব মিটে গেলেও মিটল না রাজ্যপাল এবং স্পিকারের মধ্যে রাজনৈতিক তরজা৷ দুই বিধায়কের শপথগ্রহণকে ‘অসাংবিধানিক’…

কলকাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার দুই বিধায়কের শপথগ্রহণ পর্ব মিটে গেলেও মিটল না রাজ্যপাল এবং স্পিকারের মধ্যে রাজনৈতিক তরজা৷ দুই বিধায়কের শপথগ্রহণকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠানোর কথা জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তবে, রাজ্যপালের সেই ‘সোশ্যাল মিডিয়া পোস্ট’কে গুরুত্ব দিতে নারাজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি পরিস্কার জানালেন, ওঁর কোনও ক্ষমতা নেই স্পিকারকে অপসারণ করার।’’

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি ‘‘রাজ্যপালের সোশ্যাল মিডিয়ায় পোস্টকে আমি গুরুত্ব দিতে নারাজ। যা করেছি আইন মেনে করছি৷’’নব নির্বাচিত দুই প্রতিনিধিকে শপথবাক্য পাঠ করানোর জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়৷ তারপরে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে বিধায়ক হিসাবে শপথ পাঠ করান বিমান৷ তবে বিষয়টিকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছে রিপোর্ট পাঠাবেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানান রাজ্যপাল৷ সূত্রের খবর, বিধানসভা রুলস অ্যান্ড বিজনেসের দুই নম্বর চ্যাপ্টারের পাঁচ নম্বর ধারা অনুসারে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করিয়েছেন দুই বিধায়ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *