‘জওয়ান’ মুক্তির আগে মধ্যরাতে বৈষ্ণোদেবী দর্শনে শাহরুখ, পুজো দিলেন কিং খান

‘জওয়ান’ মুক্তির আগে মধ্যরাতে বৈষ্ণোদেবী দর্শনে শাহরুখ, পুজো দিলেন কিং খান

shah rukh khan 

মুম্বই:  শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জওয়ান’৷ ‘পাঠান’-এর পর আরও একবার শাহরুখের জলবা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক৷ ছবি মুক্তির আগে ‘জওয়ান’-এর সাফল্য কামনায় বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে গেলেন বলিউডের বাদশা৷ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে রয়েছে জাগ্রত বৈষ্ণোদেবীর মন্দির।

মঙ্গলবার, গভীর রাতে চুপিসাড়ে সেখানে পুজো দিতে পৌঁছে যান কিং খান। অনেক আড়াল সত্ত্বেও কিছু মানুষের নজরে চলে আসেন তিনি৷ লেন্সবন্দিও হন শাহরুখ খান৷ 

এদিকে, শাহরুখকে দেখা যায় একটি সাদা টি-শার্ট, আর ধূসর রঙের জিন্সে৷ সঙ্গে নীল হাফহাতা হুডি৷ মুখে মাস্ক৷ স্থানীয় সূত্রে খবর,  মঙ্গলবার সন্ধ্যায় কাটরার বেস ক্যাম্পে পৌঁছোন বাদশা৷ সেখান থেকে তারাকোট রুট ধরে রাত ১১.৪০ নাগাদ বৈষ্ণোদেবীর মন্দিরে পৌঁছে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের যে ছবি ভাইরাল হয়েছে, তাতে কিং খানের সঙ্গে তাঁর ব্যক্তিগত নিরাপত্তরক্ষীদেরও দেখা গিয়েছে৷ 

প্রসঙ্গত,  গত ৯ মাসে দ্বিতীয়বার বৈষ্ণোদেবীর দুয়ারে গেলেন শাহরুখ। এর আগে ‘পাঠান’ মুক্তির পর ২০২২-এর ১১ ডিসেম্বর বৈষ্ণোদেবীতে গিয়েছিলেন কিং খান। তারও আগে মক্কাতে হজ করতেও গিয়েছিলেন শাহরুখ। 

এদিক, গতকালই মুক্তি পেয়েছে, ‘জওয়ান’  ছবির তৃতীয় গান ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’ । ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোর মাতালেন শাহরুখ৷ সঙ্গে নয়নতারা৷  নাচের তালে পা মেলালেন দু’জনে৷ কালো পোশাক, মাথায় এক ঝাঁক চুল, কালো চশমা, ৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও যেন মহিলাদের হার্টথ্রব বলিউডের বাদশা। অন্যদিকে লাল ড্রেস, এলো চুলে দক্ষিণের লেডি সুপারস্টারের দিক থেকে চোখ ফেরানো দায়। প্রথম ঝলকেই ‘সুপারহিট’ গান।

৩০ অগাস্ট চেন্নাইতে ‘জওয়ান’-এর গ্র্যান্ড অডিও রিলিজ এবং প্রি-রিলিজ অনুষ্ঠান রয়েছে। চেন্নাইয়ের শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে এই অনুষ্ঠানের আওজন করা হয়েছে৷ মঙ্গলবার টুইট করে শাহরুখ লেখেন, ‘ভানাক্কাম চেন্নাই’৷ অর্থাৎ আমি আসছি!!! তিনি আরও লেখেল, ‘সাই রাম ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত জওয়ান – মেয়েরা এবং ছেলেরা প্রস্তুত থাকুন… আমি আপনাদের সবার সঙ্গে দেখা করতে চাই! কিছু থা থা থাইয়ার বিষয়েও প্রশ্ন করে নিতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল (বুধবার) বিকাল ৩টার পর থেকে।’  শাহরুখকে স্বাগত জানাতে চেন্নাইজুড়ে এখন সাজো সাজো রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + eighteen =